‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবিতে একজন পাইলটের চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।
গত বছর ঘোষণা করা হয়েছিল ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে কার্তিককে দর্শক এক জন পাইলটের চরিত্রে দেখতে পাবেন। বলা হয়েছিল, ছবিটি পরিচালনা করবেন হংসল মেটা। কিন্তু এখন অন্য খবর শোনা যাচ্ছে। ছবিটি নাকি হংসল আর পরিচালনা করবেন না। তাঁর পরিবর্তে ছবির পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন অভিষেক কপূর।
কিন্তু এই ছবি থেকে হঠাৎ নিজেকে কেন সরিয়ে নিলেন ‘শাহিদ’ খ্যাত পরিচালক হংসল? সূত্রের দাবি, পরিচালকের হাতে এখন কাজের চাপ রয়েছে। এ দিকে এই ছবির কাজ শুরু করতে নির্মাতারা আর দেরি করতে চাইছেন না। তাই তাঁরা ছবিটি নিয়ে অভিষেকের সঙ্গে আলোচনা শুরু করেছেন। যদিও অভিষেক এখনও তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
অভিষেক এর আগে দর্শককে ‘রক অন’, ‘কাই পোচে’ বা ‘কেদারনাথ’-এর মতো ছবি উপহার দিয়েছেন। নির্মাতারা তাই অভিষেককে দায়িত্ব দিয়ে কিছুটা নিশ্চিন্তবোধ করছেন। অজয় দেবগনকে নিয়ে নতুন একটি ছবির কাজ শুরু করতে চলেছেন অভিষেক। এই ছবির হাত ধরেই অজয়ের ভাইপো আমান দেবগন বলিউডে পা রাখতে চলেছেন।