কার্তিকের হঠাৎ এমন রূপ ধারণ করলেন কেন? ছবি: সংগৃহীত।
এ যেন অন্য কার্তিক আরিয়ান। মিশুকে স্বভাবের অভিনেতা এমনিতে অনুরাগীদের আবদার সব সময় হাসি মুখেই মেটান। কিন্তু আচমকা কী হল অভিনেতার! একেবারে রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি।
গান গাইছিলেন দিব্যি। গাইতে গাইতে ভাঙলেন গিটার। প্রিয় তারকাকে দেখতে মঞ্চ উঠে পড়েন এক অনুরাগী। তাঁকেও রেয়াত করলেন না। একেবারে লাথি মেরে নামালেন মঞ্চ থেকে। তার পর নিজে লাফ মেরে নীচে নেমে সোজা হেঁটে বেরিয়ে গেলেন!
দিন কয়েক ধরে উত্তরবঙ্গে আছেন কার্তিক। যদিও এখন তিনি সিকিমে। সঙ্গে রয়েছেন আসন্ন ছবির নায়িকা শ্রীলীলা। সেখানে জোর কদমে চলছে শুটিং। কার্তিককে দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। রয়েছেন তাঁর অনুরাগীরাও। এর মধ্যেই এমন ভাবে মেজাজ হারালেন অভিনেতা! তা-ও আবার নায়িকার সামনে। আসলে গোটাটাই হয়েছে চিত্রনাট্যের প্রয়োজনে। হাজার হাজার দর্শকের মাঝে চলছে এই ছবির শুটিং। কে কখন কোথা থেকে ভিডিয়ো তুলে পোস্ট করে দিচ্ছেন সমাজমাধ্যমে, নিয়ন্ত্রণ নেই। সেখান থেকেই ছড়িয়ে পড়ছে এক একটি ভিডিয়ো।
অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে ‘রকস্টার’এর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তাই এত মেজাজ!