IPL 2025

ভুল থেকে শিক্ষা নিয়েই জয়, হায়দরাবাদকে হারিয়ে কেকেআর অধিনায়ক কৃতিত্ব দিলেন সতীর্থদের

আইপিএলে জয়ে ফিরতে পেরে তৃপ্ত কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। দলগত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে খুশি তিনি। জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন সতীর্থদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২৩:৪৮
picture of Ajinkya Rahane

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

গত দু’ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর বললেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। দলগত প্রচেষ্টার ফল হিসাবে চিহ্নিত করলেন এ বারের আইপিএলে দ্বিতীয় জয়কে।

Advertisement

ম্যাচ শেষ হওয়ার পর তৃপ্ত দেখাচ্ছিল রাহানেকে। ম্যাচের শুরুতেই কোণঠাসা হয়ে পড়েও কেকেআর যে ভাবে অনায়াস জয় তুলে নিয়েছে, তাতে তৃপ্ত হতেই পারেন নাইট অধিনায়ক। মেনে নিয়েছেন হায়দরাবাদের বিরুদ্ধে জিততে না পারলে অনেকটা পিছিয়ে পড়তেন তাঁরা।

ম্যাচের পর রাহানে বলেন, ‘‘এই ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। বড় ব্যবধানে জয়টা গুরুত্বপূর্ণ। টস জিতলে আমরাও হয়তো আগে বল করতাম। ইনিংসের শুরুতেই ২ উইকেট চলে যাওয়ার পর অন্তত ৬ ওভার পর্যন্ত ২২ গজে টিকে থাকার লক্ষ্য ছিল আমাদের। ক্রিকেটীয় শট খেলার উপর গুরুত্ব দিয়েছিলাম আমরা। অযথা ঝুঁকি নিতে চাইনি ওই সময়। কারণ আমরা জানতাম, হাতে উইকেট থাকলে আমাদের পরের দিকের ব্যাটারেরা শেষ দিকে দ্রুত রান তুলে নিতে পারবে।’’

দলের মিডল অর্ডার রান পাওয়ায় খুশি রাহানে। কেকেআর অধিনায়ক বলেছেন, ‘‘দলের ব্যাটিংয়ে আমি খুশি। শেষ দুটো ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারিনি। তবে আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। হায়দরাবাদের বিরুদ্ধে এই ব্যাটিং তারই ফল। রিঙ্কু সিংহ এবং বেঙ্কটেশ আয়ার দুর্দান্ত খেলল। ওরা জানত রমনদীপ সিংহ, আন্দ্রে রাসেল, মইন আলির মতো ব্যাটারেরা আছে। তাই সাহসী ব্যাটিং করতে পেরেছে। আমরা চেয়েছিলাম ১৫ ওভার পর্যন্ত স্বাভাবিক ব্যাট করতে। শেষ পাঁচ ওভার মেরে খেলার পরিকল্পনা ছিল।’’

রাহানে স্বীকার করে নিয়েছেন, ইডেনের ২২ গজে ২০০ রান হবে ভাবেননি। তিনি বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে আমাদের মনে হয়েছিল, এই পিচে ১৭০-১৮০ বেশ ভাল রান। একটু মন্থর ছিল। বিশেষ করে স্পিনারদের বল থমকে ব্যাটে আসছিল। আমাদের দলে তিন জন ভাল স্পিনার ছিল। মইনকে তো বলই করতে হল না। সুনীল নারাইন আর বরুণ চক্রবর্তী খুব ভাল বল করেছে। বৈভব অরোরা, হর্ষিত রানাকেও কৃতিত্ব দিতে হবে। হায়দরাবাদকে প্রথম ধাক্কাটা ওরাই দিয়েছিল।’’

Advertisement
আরও পড়ুন