কার্তিক আরিয়ান
এক দিকে পাহাড়, অন্য দিকে নাপিত, সামনে বসে নায়ক। নাহ, কোনও ছবির শ্যুটিং হচ্ছে না। আদপেই চুল কাটা হচ্ছে। মুখে এক গাল হাসি নিয়ে পাহাড়ের কোলে চুল কাটাতে বসেছেন কার্তিক আরিয়ান। ছবিটির চাইতেও বেশি জনপ্রিয় হয়েছে তাঁর ক্যাপশন। ‘মানালি মে কাটেগা’ অর্থাৎ ‘মানালিতে কাটব’। ক্যাপশন ও ছবির মজা নিতে ব্যস্ত নেটাগরিকরা।
বেশ কিছু দিন ধরে কার্তিক মানালিতে রয়েছেন। চুল বেড়ে যাচ্ছে। কী আর করবেন, চুল তো কাটতেই হবে। মুম্বইয়ের বড় বড় সেলুন তো অনেক হল! এ বার পাহাড়ের কোলে প্রকৃতি উপভোগ করতে করতে চুল কাটতে বসলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে মুখে এক গাল হাসি কার্তিকের। গায়ে কালো আলখাল্লা (চুল কাটার সময়ে পরানো হয়)। পেছনে হিমাচলী নাপিত। এক হাতে তাঁর কাঁচি, অন্য হাতে জল ছেটানোর উপকরণ।
লকডাউনের শুরু থেকেই বলি অভিনেতা নিজের চুল নিয়ে মেতেছেন। কখনও লম্বা উশকো খুশকো, কখনও ছোট, কখনও বা মাঝারি। কথায় বলে, ‘আপ রুচি খানা, পর রুচি পরনা’। অক্ষরে অক্ষরে পালন করছেন কার্তিক। প্রত্যেকটি চেহারা নিয়ে হাজির হওয়ার সময়ে তাঁর অনুরাগীদের থেকে পরামর্শ নিয়ে নিচ্ছেন তিনি। কোনটা ভাল, কোনটা খারাপ— মতামত জানতে দ্বিধা করছেন না অভিনেতা।
কিছু দিন আগে ইনস্টাগ্রামে আর একটি ছবি পোস্ট করেছিলেন কার্তিক। সাদা কালো ছবি। মুখে হাসি। লম্বা চুল এলোমেলো হয়ে রয়েছে। হাত দু’টি মাথার পেছনে। হাতের দৃঢ় বাইসেপ্স স্পষ্ট। লিখেছিলেন, ‘চুল বা টুথপেস্টের বিজ্ঞাপন তো করতেই পারি। কী বলেন’?
পাইপলাইনে একাধিক ছবি কার্তিকের। ‘দোস্তানা ২’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘ধমাকা’-এর কাজ চলছে তাঁর।