Kartik Aaryan

দশ দিনের শুটিংয়ে কার্তিকের পারিশ্রমিক কত? অঙ্কটা জানলে বিস্মিত হবেন

নিজের জায়গা ধরে রাখতে কার্তিক আরিয়ান পারিশ্রমিক কমাতে নারাজ। কারণও জানিয়ে দিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৩:০৭
কার্তিকের বৃহস্পতি একেবারে তুঙ্গ, পারিশ্রমিকের অঙ্কটা নেহাত কম নয়।

কার্তিকের বৃহস্পতি একেবারে তুঙ্গ, পারিশ্রমিকের অঙ্কটা নেহাত কম নয়। ছবি: ইনস্টাগ্রাম।

উত্থান হয়তো একেই বলে। ২০১১ সালে ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কার্তিক আরিয়ানের। প্রায় ১২ বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। প্রথম ছবিতে পারিশ্রমিক ছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা। তবে বিগত এক যুগে ঘুরেছে কার্তিকের ভাগ্যের চাকা। আগে একটা গোটা ছবি করতে যেখানে অভিনেতার পারিশ্রমিক ছিল লাখের নিরিখে, এখন সেই কার্তিকই নাকি মোটে দশ দিনের শুটিং এর জন্য নেন ২০ কোটি টাকা! এক কথায় এই মুহূর্তে কার্তিকের বৃহস্পতি তুঙ্গে। এর পিছনে যদিও যুক্তি রয়েছে অভিনেতার।

Advertisement

২০২২-এ ‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পর মায়ানগরীর প্রথম সারির অভিনেতাদের মধ্যেই চলে এসেছে কার্তিকের নাম। তিনিই বলিউডের নতুন সুপারস্টার বলছেন সিনেমা বিশেষজ্ঞদের একাংশ। ছবিতে তাঁর ‘রুহু বাবা’র চরিত্র নজর কেড়েছে অনুরাগীদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর পারিশ্রমিক নিয়ে কথা বলছেন অভিনেতা। শো-এর সঞ্চালক তাঁর প্রথম ছবির পারিশ্রমিকের প্রসঙ্গ তুলতেই উত্তর দেন অভিনেতা। কার্তিক জানান অতিমারির সময় তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধামাকা’র জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ২০ কোটি টাকা। ইন্ডাস্টির কানাঘুষো, আচমকা নিজের পারশ্রমিক বৃদ্ধি করায় এক সময় কর্ণ জোহরের ‘দোস্তানা ২’ ছবি থেকেও বাদ পড়েছিলেন কার্তিক। তবে এ সব বিষয়কে পাত্তা দিতে নারাজ কার্তিক। অভিনেতার সাফ কথা, ‘‘আমার উপস্থিতিতে প্রযোজকদের টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতটুকু দাবি তো করতেই পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement