Karnasubarner Guptodhon

মুক্তির আগেই রেকর্ড গড়ল ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পুজোর ছবি

দর্শক মনে পুজোর ছবির উন্মাদনাই আলাদা। সেই প্রমাণ আবারও মিলল। অবিশ্বাস্য রেকর্ড গড়ল টিম সোনাদা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৩
শুধু কলকাতা নয় সারা দেশের দর্শকই উন্মুখ সোনাদার সঙ্গে নতুন রহস্যের সমাধানের জন্য।

শুধু কলকাতা নয় সারা দেশের দর্শকই উন্মুখ সোনাদার সঙ্গে নতুন রহস্যের সমাধানের জন্য।

৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এক গুচ্ছ বাংলা ছবি। ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’। ইতিমধ্যেই টিকিট কাটা শুরু করে দিয়েছেন দর্শক। সিনেমাহল মালিকদের একপক্ষ বলছেন এত ছবির মধ্যে এগিয়ে সোনাদা। বক্স অফিসের হিসাবও জানান দিচ্ছে এমনটাই।

পুজোর ছবির উত্তেজনা বরাবরই অন্যরকম। এ ক্ষেত্রেও তার অন্যথা হল না। ছবি মুক্তির আগেই বিক্রি হয়ে গিয়েছে ২০ হাজার টিকিট। দেশ-বিদেশ জুড়ে আবীর, ইশা, অর্জুনের জুটি ভালবেসে এসেছেন দর্শক। নেপথ্যে অবশ্যই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গুয়াহাটি, তেজপুর, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি—বিভিন্ন প্রান্তে একই সঙ্গে মুক্তি পাবে এই ছবি। শুধু কলকাতা নয় সারা দেশের দর্শকই উন্মুখ সোনাদার সঙ্গে নতুন রহস্যের সমাধানের জন্য। অক্টোবরে আমেরিকা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement