বুধবার সকালে শ্যুটিং শুরু হওয়ার আগেই করিনা তাঁর অনুরাগীদের মন ভাল করে দিলেন বাংলার পাহাড়ের ছবি দিয়ে। কালিম্পংয়ের একটি হোটেলে তাঁর রূপটান এবং কেশসজ্জা চলছে। শ্যুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নায়িকা। চেয়ারে বসে আয়না হাতে নিজেকে দেখছেন। কলাকুশলীরা আশেপাশে দাঁড়িয়ে। নানা কাজে ব্যস্ত সকলে। পিছনে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ। আর তারই মাঝে সবুজ পাহাড়।
করিনা কপূর খান
কালিম্পং, দার্জিলিংয়ের পাহাড়। ঘটনার ঘনঘটনা। এক সিঙ্গল মাদার। তাঁর একটিমাত্র মেয়ে। মা অপরাধে জড়িয়ে পড়েন। তার পরে মেয়েকে নিয়ে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য পালিয়ে বেড়ানো। এরই মাঝে মহিলার এক প্রতিবেশীও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন। ‘ডিভোশন অব সাসপেক্ট এক্স’। বাঙালি পরিচালক সুজয় ঘোষের ওটিটি ছবির গল্প খানিকটা এ রকমই। নেটফ্লিক্সের এই ছবির শ্যুটিং শুরু হল বুধবার থেকে। আপাতত কালিম্পংয়েই চলবে কাজ।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে করিনা কপূর খানকে। তাঁর সঙ্গে রয়েছেন জয়দীপ আহলাওয়াত, বিজয় বর্মা প্রমুখ। এই ছবি দিয়েই ওটিটি-তে হাতেখড়ি করিনার। জাপানি লেখক কেইগো হিগাশিনোর উপন্যাস থেকে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সুজয়।
বুধবার সকালে শ্যুটিং শুরু হওয়ার আগেই করিনা তাঁর অনুরাগীদের মন ভাল করে দিলেন বাংলার পাহাড়ের ছবি দিয়ে। কালিম্পংয়ের একটি হোটেলে তাঁর রূপটান এবং কেশসজ্জা চলছে। শ্যুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নায়িকা। চেয়ারে বসে আয়না হাতে নিজেকে দেখছেন। কলাকুশলীরা আশেপাশে দাঁড়িয়ে। নানা কাজে ব্যস্ত সকলে। পিছনে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ। আর তারই মাঝে সবুজ পাহাড়।
ছবিটির সঙ্গে করিনা লিখেছেন, ‘প্রথম দিন, কালিম্পং…ডিভোশন অব সাসপেক্ট এক্স’।
মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পা দিয়েছিলেন করিনা। মায়ের সঙ্গ ছাড়েনি করিনা এবং সইফ আলি খানের ছোট ছেলে জে আলি খান। খুদের সঙ্গে তার আয়াও এসেছেন কালিম্পংয়ে। কালিম্পংয়ের একটি হোটেলে উঠেছেন তিনি। প্রথম কয়েকদিন সেখানেই শ্যুটিং হবে। তার পরে দার্জিলিং।