Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan: আন্তর্জাতিক যোগ দিবসে ছোট ছেলের যোগাসনের ছবি দিয়ে জীবনের ভারসাম্য শেখালেন করিনা

করিনা লিখলেন, ‘ভারসাম্য! জীবন আর যোগের ক্ষেত্রে এই শব্দ খুব গুরুত্বপূর্ণ, জে বাবা।’

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৬:১০
২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসে ছোট ছেলে জে-র যোগাসন চর্চার ছবি দিলেন বেবো।

২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসে ছোট ছেলে জে-র যোগাসন চর্চার ছবি দিলেন বেবো।

১৬ মাসের ছেলে জে-কে জীবনের ভারসাম্য শেখালেন করিনা। ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসে ছোট ছেলে জে-র যোগাসন চর্চার ছবি দিলেন করিনা।লিখলেন, ‘ভারসাম্য! জীবন আর যোগের ক্ষেত্রে এই শব্দ খুব গুরুত্বপূর্ণ, জে বাবা।’

Advertisement
জে-র যোগাসন চর্চার ছবি

জে-র যোগাসন চর্চার ছবি

করিশ্মা কপূর থেকে অভিনেত্রী অমৃতা অরোরা— সকলেই উচ্ছ্বসিত জে-র যোগাসনের ছবি দেখে। করিনা বরাবর জানিয়েছেন, তাঁর সুঠাম শরীরের রহস্য হল যোগাসন। নিজের সঙ্গে পরিবারকেও এই অভ্যাসের আওতায় নিয়ে এসেছেন তিনি। মা হওয়ার পর বেবি ফ্যাট ঝরাতে করিনা মূলত ভরসা রেখেছিলেন যোগাভ্যাসেই। দু’বছরের তৈমুরের মা করিনার শারীরিক কসরত তখন সকলকেই চমকে দিয়েছিল। দ্বিতীয় সন্তান জে হওয়ার পরেও করিনাকে একই ভাবে যোগাসন করতে দেখা যায়। এ বার সেই জে-র ছবি দিয়ে যোগ সম্পর্কে অনুরাগীদের সচেতন করলেন বেবো।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন