এ বার শিরোনামে কঙ্গনার বাড়ির প্রবেশদ্বারে দেওয়া এক বিজ্ঞপ্তি। — ফাইল চিত্র।
সদাই সংবাদ শিরোনামে থাকেন কঙ্গনা রানাউত। কখনও তাঁর অভিনীত ছবি কিংবা নেটমাধ্যমে তাঁর কোনও পোস্ট কিংবা কোনও বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে প্রচারের আলো ছিনিয়ে নিতে হয় কী ভাবে, তা ভালই জানেন কঙ্গনা। এ বার শিরোনামে অভিনেত্রীর বাড়ির প্রবেশদ্বারে দেওয়া এক বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল বিজ্ঞপ্তিটি। বছর দুয়েক আগেই অভিনেত্রী তাঁর মানালির রাজকীয় বাড়ির অন্দরসজ্জার ছবি প্রকাশ্যে আনেন। শুধু মানালিতেই নয়, মুম্বইয়েও রয়েছে ‘কুইন’-এর বাড়ি। তারই প্রবেশদ্বারে ঝোলানো এমন সর্তকবাণী। ফ্লোরাল ওয়ালপেপারের উপরে দেওয়ালে লাগানো একটি সাইনবোর্ড। তাতেই লেখা, ‘‘কোনও ধরনের অনুপ্রবেশে নিষিদ্ধ, লঙ্ঘন করলেই গুলি করা হবে। বেঁচে যদি যান তা হলে ফের গুলি করা হবে।’’ ২০১৪ সালে অভিনেত্রী ‘রিভলভার রানি’ নামের একটি ছবিতে অভিনয় করেন। সেখানে কঙ্গনার চরিত্রের কথা মনে পড়েছে নেটপাড়ার একাংশের। চোখে রোদচশমা, দু’হাতে বন্দুকওয়ালা অবতারের যেন বাস্তব রূপায়ণ!
আর পাঁচ জন তারকার চেয়ে অনেকটাই আলাদা তাঁর বাড়ির অন্দরসজ্জা। হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনার মুম্বইয়ের বাড়ির প্রতিটি কোনায় রয়েছে হিমাচলের সংস্কৃতির ঝলক। পাহাড়ি চিত্রকলার পাশেই কিন্তু অনায়াসে জায়গা করে নিয়েছে দক্ষিণ ভারতের তাঞ্জোর পেন্টিং। বাড়ির প্রবেশদ্বার উজ্জ্বল নীল রঙের। হিমাচল প্রদেশের প্রায় প্রতিটি বাড়ির দরজাতেই নীল, লাল, সবুজ, হলুদ এ রকম উজ্জ্বল রং দেখা যায়। সে দিকে থেকে দেখলে, নিজের শিকড় আঁকড়ে রয়েছেন অভিনেত্রী। তবে আবাসের প্রবেশদ্বারের নামফলকে যে সর্তকবাণী লেখা রয়েছে, তাতেই চমকে গিয়েছেন অনেকে।
কেরিয়ারের শুরুতে কঙ্গনা মুম্বইয়ে একটি এক কামরার ঘরে থাকতেন। বলিউডে সাফল্য পাওয়ার পর তিনি মুম্বইয়ের আভিজাত এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কেনেন। সেই বাড়ির নামফলকই এই মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়।