Kangana Ranaut

হিমাচলের মহিলারা ঠিক কেমন? প্রীতি, ইয়ামির সঙ্গে তুলনা টেনে কী বললেন কঙ্গনা রানাউত?

২০২৪ সালটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কঙ্গনার জন্য। দীর্ঘ দিন ধরেই নানা রাজনৈতিক মন্তব্য করে সংবাদ শিরোনামে আসছেন তিনি। কিন্তু চলতি বছরই ভোটে জিতে সাংসদ হয়েছেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:০৬
Kangana Ranaut said that women in Himachal Pradesh are far more beautiful than them

নিজের রাজ্যের মহিলাদের নিয়ে কী বললেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

হিমাচল প্রদেশ থেকে মুম্বই এসে অভিনয়ের সফর শুরু করেছিলেন। চলতি বছরেই রাজনীতির ময়দানে পা রেখেছেন তিনি। বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ। নিজের রাজ্যের মহিলাদের সৌন্দর্য নিয়ে কলম ধরলেন কঙ্গনা রানাউত। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, বলিউডের নায়িকা প্রীতি জ়িন্টা, ইয়ামি গৌতম ও প্রতিভা রান্তা জন্মসূত্রে হিমাচল প্রদেশের বাসিন্দা। কঙ্গনা নিজেও তা-ই। অভিনেত্রীর দাবি, শুধু তারকা বা অভিনেত্রীরাই নয়, এ রাজ্যের সাধারণ মহিলারাও খুবই সুন্দরী।

Advertisement

কঙ্গনা তাঁদের পোস্টে লিখেছেন, “আমি হিমাচল প্রদেশে গিয়ে সেখানকার মহিলাদের দেখি। ওঁরা আমাদের মতোই অথবা আমাদের থেকেও অনেক সুন্দর। সারা দিন মাঠে-ঘাটে ওঁরা অক্লান্ত পরিশ্রম করেন। কেউ গরুবাছুর চরাতে যান। ওঁদের কাছে ইনস্টাগ্রাম বা রিলের আতিশয্য নেই। তবে সৌন্দর্যে ওঁরা সত্যিই এগিয়ে।”

কঙ্গনার এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। চলতি বছর খুবই তাৎপর্যপূর্ণ ছিল কঙ্গনার জীবনে। রাজনীতি নিয়ে বহু বার বক্তব্য রেখেছেন তিনি। কিন্তু এই বছরই প্রথম নির্বাচনে লড়েন তিনি। প্রথম বারই বাজিমাত। বিজেপির টিকিটে মান্ডি কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। তবে নিজের ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে বিস্তর কাঠখড়ও পোড়াতে হয়েছে তাঁকে। গত ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবি। কিন্তু ছবির বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ। সেন্সর বোর্ডের হস্তক্ষেপে পিছিয়ে যায় ছবির মুক্তি। অবশেষে সেই ছবি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১৭ জানুয়ারি।

এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এই ছবির পরিচালক ও চিত্রনাট্যকারও তিনি। ছবিতে রয়েছেন অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়শ তলপড়ে, মহিমা চৌধুরী।

Advertisement
আরও পড়ুন