Kangana Ranaut

‘আমার বাড়ি ভেঙেছিল, তারই ফল ভুগছে’, মহারাষ্ট্র নির্বাচনে উদ্ধবের কর্মফল দেখছেন কঙ্গনা

বাড়ির একাংশ ভেঙে ফেলার পরে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কঙ্গনা। উদ্ধব ঠাকরের সরকারের উদ্দেশে উগরে দিয়েছিলেন ক্ষোভ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৪:০৩
Kangana Ranaut said that because of karma Uddhav Thakrey facing this consequence

বাড়ি ভাঙা প্রসঙ্গে ফের উদ্ধব ঠাকরের একহাত নিলেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই উদ্‌যাপনে মেতেছেন কঙ্গনা রানাউত। নির্বাচনে পরাজিত উদ্ধব ঠাকরের দল। বিপুল ভোটে এগিয়ে জয়ী হয়েছে বিজেপি-শিবসেনা (একনাথ শিন্দে)-এনসিপি (অজিত পওয়ার)-র জোট। উদ্ধব ঠাকরের হারের পরে কঙ্গনার অনুরাগীরা মনে করিয়ে দিয়েছেন ২০২০ সালের একটি ঘটনা।

Advertisement

সে বছর মুম্বইয়ে বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনার বাড়ির কিছু অংশ ভাঙে বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন)। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন কঙ্গনা। মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে শাপশাপান্তও করেছিলেন অভিনেত্রী। তাঁকে হেনস্থার করার পাল্টা অভিযোগ এনেছিলেন বলিউডের কুইন। খোঁচা দিয়ে বলেছিলেন, মুম্বইতে গণতন্ত্রের মৃত্যু হয়েছে।

বাড়ির একাংশ ভেঙে ফেলার পরে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কঙ্গনা। উদ্ধব ঠাকরের সরকারের উদ্দেশে উগরে দিয়েছিলেন ক্ষোভ। কঙ্গনা বলেছিলেন, “উদ্ধব ঠাকরে, আপনি কী ভাবছেন ‘মুভি মাফিয়া’দের সঙ্গে হাত মিলিয়ে আমার বাড়ি ভেঙে আপনি বিরাট বড় প্রতিশোধ নিলেন? আজ আমার ঘর ভেঙেছে। কাল তোর অহঙ্কার ভঙ্গ হবে। সময় বলে দেবে সবটা। মনে রাখবেন। পরিস্থিতি সব সময় এক রকম থাকে না।”

এ বার মহারাষ্ট্র বিধানসভার ফল প্রকাশের পরে কঙ্গনা মনে করছেন, উদ্ধব তাঁর কর্মফল ভোগ করছেন। সোমবার সংবাদ সংস্থাকে কঙ্গনা বলেন, “আমি আশা করেছিলাম, এমনই ফলাফল হবে। ইতিহাস সাক্ষী থাকবে, দানব ও দৈত্যকে আমরা কী ভাবে চিনলাম। মহিলাদের যাঁরা অসম্মান করেন, তাঁরা দানব ছাড়া আর কিছু নয়।”

কঙ্গনা আরও বলেন, “ওরা আমার বাড়ি ভেঙেছিল। আমাকে গালাগাল করেছিল। তাই এই ফলাফল তো হওয়ারই ছিল। ওরা ঠিক-ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, সেটাই প্রমাণ হল।”

আরও পড়ুন
Advertisement