—প্রতিনিধিত্বমূলক ছবি।
বেআইনি অর্থলগ্নি সংস্থা প্রয়াগের চন্দ্রকোনার জমি মূল্যায়নের পরে নিলামের মাধ্যমেই বিক্রি হবে বলে বৃহস্পতিবার জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হাই কোর্ট চন্দ্রকোনার ওই জমি-সহ যাবতীয় সম্পত্তির মূল্য নির্ধারণ করাতে চায়। সেই কাজে সেবিকে সাহায্য করবে রাজ্য। মূল্য নির্ধারণের পরে ওই সম্পত্তি নিলাম করাতে চায় হাই কোর্ট।
প্রয়াগ মামলায় কোর্টে একটি ইস্পাত প্রস্তুতকারক সংস্থা জানায়, ওই জমি রাজ্য তাদের কাছে বিক্রি করে। কিন্তু ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যের সঙ্গে ওই সংস্থার কী চুক্তি হয়েছে, তা নিয়ে হাই কোর্ট মাথা ঘামাবে না। সংস্থা যদি নিলামে সর্বোচ্চ দাম দিতে পারে তা হলে সম্পত্তির অধিকার পাবে। ১৩ ফেব্রুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতেও বলা হয়েছে। কোর্টের খবর, মুখ্যমন্ত্রীর স্পেন সফর চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি ইস্পাত কারখানা তৈরি নিয়ে কথা হয়। পরে রাজ্য ১ টাকার বিনিময়ে প্রয়াগ ফিল্ম সিটির জমি দিয়েছিল বলে খবর। সেই জমি নিয়েই শুনানি হয়েছে।
এ দিন বেআইনি অর্থলগ্নি সংস্থা এমপিএস-এর জমি নিয়েও শুনানি হয়েছে হাই কোর্টে। মামলাকারীদের বক্তব্য, নিলামের জন্য যে ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে তা বাজারদরের থেকে কম। কিন্তু হাই কোর্ট জানিয়েছে, সেবি, রাজ্য সরকার এই মূল্য নির্ধারণ করেছে। ১৬ জানুয়ারি নিলাম হওয়ার কথা। এই পরিস্থিতিতে নিলাম স্থগিতের নির্দেশ কোর্ট দেবে না।