Kunal Kamra Controversy

হোটেলে ভাঙচুর ন্যায্য! কুণালের বিরুদ্ধে সুর চড়িয়ে কঙ্গনা প্রশ্ন তুললেন শিল্পীর যোগ্যতা নিয়ে

নিজের বাড়ি ভাঙার ঘটনা অসাংবিধানিক আখ্যা দিয়েছেন কঙ্গনা। কিন্তু কুণালের শোয়ের পর যে হোটেলটি ভাঙা সম্পূর্ণ বৈধ বলেই দাবি করেন বিজেপি সাংসদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৩:৪৪
কুণালের উদ্দেশে কোন বার্তা দিলেন কঙ্গনা?

কুণালের উদ্দেশে কোন বার্তা দিলেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

সোমবার সকাল থেকেই হইহই কাণ্ড। সৌজন্যে কৌতুকাশিল্পী কুণাল কামরার ‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে। বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন কুণাল। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের অবস্থান বদল নিয়েও কটাক্ষ করেন। কুণালেরই পোস্ট করা ৫৩ সেকেন্ডের একটি ভিডিয়োয় দেখা যায়, একটি জনপ্রিয় হিন্দি গানের নকল করে শিন্দের অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠন বর্ণনা করছেন তিনি। এক জায়গায় শিন্দেকে ‘গদ্দার’ বলেও উল্লেখ করা হয়। যদিও সেখানে কোথাও শিন্দের নাম করতে শোনা যায়নি কুণালকে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

তার পরেই শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা সমর্থকদের রোষের মুখে পড়েন কুণাল। প্রাথমিক ভাবে জানা যায়, মুম্বইয়ের খার এলাকার একটি হোটেলের ভিতর থাকা ‘হ্যাবিট্যাট’ নামের স্টুডিয়োয় একটি শো করেন। সে দিনের সেই ভিডিয়ো পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। রবিবার রাতেই হোটেলটিতে ভাঙচুর চালান উন্মত্ত শিবসৈনিকেরা। সোমবার ওই স্টুডিয়োটি ভাঙা শুরু করে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)। দাবি, স্টুডিয়োটি জবরদখল করা জায়গার উপর তৈরি হয়েছিল। এ বার সেই হোটেল ভাঙাচুররে পক্ষে সমর্থন জানালেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

অটোরিক্সা চালক থেকে একদা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মতো পদ সামলেছেন শিন্দে তাঁর এই কৃতিত্বকেই ব়ড় করে দেখতে চান কঙ্গনা রানৌত। উল্টে কুণাল যেটা করেছেন তা অসংবিধানিক বলেই দাগালেন। পাশপাশি এ-ও স্পষ্ট করেন কুণালের কৌতুকের কারণে হোটেলে যে ভাঙচুর চালানো হয়েছে সেটাকেও নায্যই বলেছেন তিনি। কঙ্গনার কথায়, ‘‘এই কুণাল কামরার মতো মানুষদের কী যোগ্যতা রয়েছে যে একনাথ শিন্দের মতো নেতাকে নিয়ে সমালোচনা করেন? কমেডির নামে একজন নেতার কাজকে ছোট করছেন। নিজেরা তো জীবনে কিছু করতে পারেননি। তাই এ সব করছেন। একজন অটোচালক থেকে মুখ্যমন্ত্রী একনাথ মহাশয়ের কৃতিত্বটা দেখুন একবার।’’

মাত্র দু’মিনিটের প্রচারের জন্য আজকাল সকলে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আসলে কাজের কাজ কিছু পারেন না বলেই মত অভিনেত্রীর। যদিও খানিক এক ঘটনা ঘটে কঙ্গনার সঙ্গে বেশ কয়েক বছর আগে তাঁর মুম্বইয়ের বাড়ির অবৈধ ভাবে নির্মাণের অভিযোগে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) অভিনেত্রীর বাড়ির একাংশ ভেঙে দেয়। যদিও নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অসাংবিধানিক আখ্যা দিলেন। কিন্তু কুণালের শো যে হোটেলে হয় সেটি ভাঙা সম্পূর্ণ বৈধ বলেই দাবি করেন।

Advertisement
আরও পড়ুন