Kalki Koechlin

বিবাহবিচ্ছিন্না তকমা পিছু ছাড়েনি! মুম্বইয়ে বাড়ি ভাড়া নিতে কেন হিমশিম খান কল্কি?

২০১৫ সালে অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন কল্কি। সম্পর্কের মেয়াদ ২ বছর। বিচ্ছেদের পরেও সৌজন্য ও বন্ধুত্ব বজায় রেখেছেন কল্কি ও অনুরাগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:০১
Kalki Koechlin revealed that she was in trouble searching a new house after her divorce with Anurag Kashyap

বিচ্ছেদের পরে সমস্যায় পড়েছিলেন কল্কি। ছবি: সংগৃহীত।

বিবাহবিচ্ছেদের পরে জীবনের পথে এগিয়ে যান প্রাক্তন দম্পতি। কিন্তু সমাজ বার বার মনে করিয়ে দেয় বিবাহবিচ্ছেদের কথা। বিশেষ করে মহিলাদের নামের সঙ্গে যেন ‘বিবাহবিচ্ছিন্না’ তকমা জোর করে এঁটে দেওয়া হয়। এমন অভিজ্ঞতা হয়েছে কল্কি কেকলাঁরও।

Advertisement

২০১৫ সালে অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন কল্কি। সম্পর্কের মেয়াদ ২ বছর। বিচ্ছেদের পরেও সৌজন্য ও বন্ধুত্ব বজায় রেখেছেন কল্কি ও অনুরাগ। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলেও, সমাজ বার বার মনে করিয়ে দিয়েছে বিচ্ছেদের কথা। বিবাহবিচ্ছিন্না বলে এক সময় মুম্বই শহরে বাড়ি ভাড়া পেতেও বেগ পেতে হয়েছিল কল্কিকে। অভিনেত্রী জানিয়েছিলেন, খ্যাতনামী হওয়ার ফলে মানুষ ছুটে এসে হয়তো ছবি তোলে। কিন্তু আসল জায়গায় অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না। বাড়ি খোঁজার ক্ষেত্রেও তাই কোনও সুবিধা পাননি। বরং সমস্যায় পড়তে হয়েছিল।

কল্কি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, “আমি যথেষ্ট জনপ্রিয়। আমার সঙ্গে ছবি তোলার জন্য ছুটে আসেন আপনারা। কিন্তু আমাকে বাড়ি ভাড়া দিতে চান না।”

তবে বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হয়নি অনুরাগকে। পরিচালক এক পুরনো সাক্ষাৎকারে নিজের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলেন। সেই সময়ে অনুরাগ বলেছিলেন, “এই বাড়িতেই আমরা থাকতাম। বিয়ের পরে কল্কি এই বাড়ি খুঁজে বার করেছিল। এই বাড়ি আসলে পরিচালক শশাঙ্ক ঘোষের। ওঁর থেকে এই বাড়ি কিনেছিলাম আমরা। শশাঙ্ক ঘোষের এই বাড়িতে বহু মানুষ অতিথি হিসাবে এসেছেন।”

বর্তমানে গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন কল্কি। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে।

Advertisement
আরও পড়ুন