AR Rahman

বিচ্ছেদ ঘোষণা করেও ফের মিলন! দাম্পত্য জোড়া লাগছে এআর রহমান ও সায়রা বানুর?

বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভাল হত, দাবি করেছিলেন রহমান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৪:৫০
Divorce lawyer talks about the possibility of reconciliation between AR Rahman and Saira Banu

বিচ্ছেদ ঘোষণা করেও এক হচ্ছেন এআর রহমান ও সায়রা বানু? ছবি: সংগৃহীত।

টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন এআর রহমান। এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি, এমনই জানিয়েছিলেন রহমান-পত্নী সায়রা বানুর আইনজীবী। তিনিই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভাল হত, দাবি করেছিলেন রহমান।

Advertisement

এই পোস্ট দেখে রহমান-অনুরাগীদের প্রশ্ন, “কোনও ভাবেই কি দাম্পত্য জোড়া লাগানো সম্ভব নয়?” এই প্রশ্নের উত্তর দিয়েছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। ফের দম্পতির এক হওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। বিচ্ছেদের পরে অর্থ ও সম্পত্তি নিয়ে খুব একটা চিন্তিত নন রহমান-পত্নী। দাম্পত্যে তিক্ততা তৈরি হওয়ার জন্যই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু আবার তাঁদের সম্পর্ক জোড়াও লাগতে পারে। আইনজীবী বন্দনা সংবাদমাধ্যমকে সায়রার হয়ে বলেছেন, “সম্পর্ক জোড়া লাগা সম্ভব নয়, এমন কিন্তু বলা হয়নি। দু’জনের মন্তব্যে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে। ওঁরা দু’জনেই বিচ্ছেদ নিয়ে যথেষ্ট যন্ত্রণায় রয়েছেন। এই সিদ্ধান্তে আসতে ওঁদের বেগ পেতে হয়েছে। বিচ্ছেদের বিবৃতিতে কোথাও বলা হয়নি, ওঁরা ফের সম্পর্কে ফিরবেন না।”

বিচ্ছেদের খবর প্রকাশ করার পরে এআর রহমান পোস্ট করে বলেছিলেন, “আমরা ভেবেছিলাম, দাম্পত্যের ৩০তম বছরে অন্তত পৌঁছতে পারব। কিন্তু এমন পরিসমাপ্তির কথা আমরা কল্পনাও করিনি। হৃদয় ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনওই আগের মতো জোড়া লাগবে না!”

Advertisement
আরও পড়ুন