Bollywood

Bollywood: মুখ্যমন্ত্রীর সম্মতিতে ঝাঁপ খুলছে মুম্বইয়ের স্টুডিয়ো পাড়ায়?

সোমবার ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১১:২১
করোনা-বিধি মেনে শ্যুটিং শুরু মুম্বইয়ে?

করোনা-বিধি মেনে শ্যুটিং শুরু মুম্বইয়ে?

শ্যুটিং শুরু হতে পারে মায়ানগরীতে। যদি দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়, তবেই স্টুডিয়ো পাড়ার ঝাঁপ খোলার সম্মতি দেবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তখনই শুরু করা যেতে পারে ছবির কাজ, ধারাবাহিকের কাজ। একইসঙ্গে মানতে হবে কোভিড-বিধি।

সোমবার ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলা করার জন্য রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানালেন তিনি। উদ্ধব বললেন, ‘‘করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাড়তেই বড় এবং ছোট পর্দার শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার কমতে শুরু করেছে। আনলক প্রক্রিয়াও শুরু হয়েছে। তাই কাজ শুরু করার কথা ভাবা যেতে পারে।’’ উদ্ধবের পরামর্শ, অসতর্কতার ফলে ফের সংক্রমণ বৃদ্ধি যাতে না হয়, সেই দিকে নজর দিয়েই কাজ শুরু করা উচিত।

Advertisement

একাধিক অভিনেতা ও সঞ্চালক উদ্ধবের এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ভরত যাদব, অমিত বহেল, সিদ্ধার্থ রয় কপূর, সুবোধ ভাবে।

আরও পড়ুন
Advertisement