Shah Rukh Khan

Juhi Chawla: আরিয়ানের জন্মদিন, শাহরুখ-পুত্রকে ৫০০টি গাছ উপহার জুহির

শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব দীর্ঘ কালের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১৭:৪১
শাহরুখ-পুত্রের জন্মদিনে  জুহির বিশেষ উপহার।

শাহরুখ-পুত্রের জন্মদিনে জুহির বিশেষ উপহার।

আরিয়ানকে জন্মদিনের উপহার ৫০০টি গাছ!

শাহরুখ-তনয়ের জন্মদিনে এমনই উদ্যোগ জুহি চাওলার। টুইটারে আরিয়ানকে লেখা শুভেচ্ছা-বার্তায় সঙ্গী বেশ কয়েক বছর আগে তোলা একটি ছবি। তাতে জুহির দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে আরিয়ানকে।

বন্ধু-পুত্রকে জুহি লিখেছেন— ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ পুঁতব আমরা।’

Advertisement

শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব দীর্ঘ কালের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও। মাদক-কাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ-পুত্রকে হাজত থেকে বার করতে এক লক্ষ টাকার বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।

প্রায় এক মাস জেলে কাটিয়ে আপাতত ঘরে ফিরেছেন আরিয়ান। তবে এই মুহূর্তে চার দেওয়ালের ঘেরাটোপেই পরিবারের সান্নিধ্যেই দিন কাটছে তারকা-তনয়ের।

Advertisement
আরও পড়ুন