Jeet

Chengiz: ‘রাবণ’-এর পোশাক ছেড়ে মহরতে ‘চেঙ্গিজ’ জিৎ, এ বার সঙ্গী সুস্মিতা চট্টোপাধ্যায়

ছবির পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় জিৎ স্বয়ং। দিন কয়েকের মধ্যেই শ্যুট শুরু হয়ে যাবে বলে খবর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৭:১৯
বুধবার জিৎ মহরৎ করলেন তাঁর আগামী ছবি ‘চেঙ্গিজ’-এর।

বুধবার জিৎ মহরৎ করলেন তাঁর আগামী ছবি ‘চেঙ্গিজ’-এর।

কথা রাখলেন জিৎ। আনন্দবাজার অনলাইনকে এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ইসমার্ট জোড়ি’-র মতো রোমান্সে ভরপুর রিয়্যালিটি শো-তে কাজ করতে করতে আরও সতেজ হয়ে উঠছি। এ বার বড় পর্দায় আরও বেশি করে ছবি করব।’’ এ-ও জানিয়েছিলেন, বছরে ৩-৪টি ছবি করবেনই। সেই অনুযায়ী, বুধবার জিৎ মহরৎ করলেন তাঁর আগামী ছবি ‘চেঙ্গিজ’-এর। এখানেও মুখ্য ভূমিকায় তিনি। নায়িকা ‘প্রেমটেম’-খ্যাত সুস্মিতা চট্টোপাধ্যায়। থাকবেন শতাফ ফিগারও।

সকাল থেকেই সাজ সাজ রব জিতের প্রযোজনা সংস্থা জিৎজ ফিল্মওয়র্কসে। পুজোপাঠের আয়োজন ছিল। সেখানেই ক্ল্যাপস্টিক হাতে জিতের পাশে দাঁড়িয়ে চওড়া হাসি সুস্মিতার। ছিলেন শতাফও। সেই ছবি প্রযোজনা সংস্থা ভাগ করে নিয়েছে আনন্দবাজার অনলাইনের সঙ্গে। তবে ছবি সম্পর্কে সবিস্তার এক্ষুণি কিছু জানানো হয়নি।

Advertisement

আগামী ছবিতে ন’য়ের দশকের কলকাতা উঠে আসবে পটভূমিকায়। সেই সময়কার এক বা একাধিক বিশেষ ঘটনা জায়গা করে নিতে চলেছে। জিৎ বরাবর বাণিজ্যিক ছবিতে বিশ্বাসী। আগামী ছবিও তা-ই হতে চলেছে? মুখ খোলেননি নায়ক। তবে ছবির নাম বলছে, সম্ভবত চেনা রাস্তাতেই আবারও হাঁটতে চলেছেন তিনি।

ছবির পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় জিৎ স্বয়ং। দিন কয়েকের মধ্যেই শ্যুট শুরু হয়ে যাবে বলে খবর। কলকাতার ছবি। তাই বেশির ভাগ শ্যুট সম্ভবত হবে কলকাতাজুড়েই।

এপ্রিলের শেষে মুক্তি পেতে চলেছে জিতের ‘রাবণ’। এই ছবিতে তাঁর অন্যতম নায়িকা তনুশ্রী চক্রবর্তী। পাভেলের ‘অসুর’-এর পর এই ছবিতেও জিতের লুক অভিনব। তনুশ্রীকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়।

Advertisement
আরও পড়ুন