james michael tyler

james michael tyler: প্রয়াত ‘ফ্রেন্ডস’-এর ‘গান্থার’, মন খারাপ অনুষ্কা, সামান্থার

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন জেমস। ২০১৮ সালে প্রথম এই রোগ ধরা পড়ে তাঁর। এর পর দীর্ঘ চিকিৎসা চলে জেমসের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১২:৩৭
শুধু হলিউডেই নয়, এ দেশের বিনোদন জগতেও মন খারাপের রেশ।

শুধু হলিউডেই নয়, এ দেশের বিনোদন জগতেও মন খারাপের রেশ।

প্রয়াত হলিউড অভিনেতা জেমস মাইকেল টাইলার। জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ সিটকমে ‘গান্থার’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে জেমসের বয়স হয়েছিল ৫৯ বছর।

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন জেমস। ২০১৮ সালে প্রথম এই রোগ ধরা পড়ে তাঁর। এর পর দীর্ঘ চিকিৎসা চলে জেমসের। মাস কয়েক আগে ‘ফ্রেন্ডস রিইউনিয়ন’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু তখন নিজের অসুস্থতার কাউকে বলেননি অভিনেতা। ক্যানসার রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজেও যুক্ত ছিলেন তিনি। ‘গান্থার’-এর আচমকা মৃত্যুতে হতচকিত তাঁর অনুরাগীরাও। 'ফ্রেন্ডস' ছাড়াও জেমস অভিনয় করেছেন ‘জাস্ট শ্যুট মি’, ‘আয়রন শেফ আমেরিকা’ প্রভৃতি সিরিজে এবং ‘জেসন’স বিগ প্রবলেম’, ‘মোটেল ব্লু'’ ইত্যাদি চলচ্চিত্রে।

Advertisement

শুধু হলিউডেই নয়, এ দেশের বিনোদন জগতেও মন খারাপের রেশ। অনুষ্কা শর্মা, সামান্থা প্রভুরাও তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করেছেন।

জেমসের সহকর্মী জেনিফার অ্যানিস্টন এবং ম্যাট লে ব্ল্যাঙ্কও নেটমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। ‘ফ্রেন্ডস’ ধারাবাহিকে জেনিফার ‘র‍্যাচেল গ্রিন’ এবং ম্যাট ‘জোয়ি ট্রিবিয়ানি’-র ভূমিকায় অভিনয় করেছিলেন।

Advertisement
আরও পড়ুন