Mahakumbha 2025

তিন বার বৌ হারিয়েও ফিরে পেলেন! কুম্ভের ‘অব্যবস্থা’ নিয়ে কেন বিরক্ত বৃদ্ধ?

সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় কুম্ভের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। মজাচ্ছলে হাসতে হাসতে তিনি জানান, কুম্ভের ভিড়ে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:০৬
Man went for the Kumbh dip and his wife got lost three times police brought her back

ছবি: সংগৃহীত।

এক বার নয়, তিন তিন বার বৌ হারিয়ে বৌ ফেরত পেলেন এক প্রবীণ। কুম্ভে গিয়ে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেছিলেন এক প্রবীণ ব্যক্তি। প্রতি বারই দায়িত্ব সহকারে তাঁর সহধর্মিণীকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সম্প্রতি কুম্ভমেলা পরিদর্শন করে ফিরে এসেছেন ওই বৃদ্ধ। সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় কুম্ভের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। মজাচ্ছলে হাসতে হাসতে তিনি জানান, কুম্ভের ভিড়ে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেছিলেন তিনি। প্রতি বার পুলিশ তাকে খুঁজে পেতে বৃদ্ধকে সাহায্য করেছে বলে ‘অভিযোগ’ করেন তিনি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় প্রয়াগরাজের ব্যবস্থাপনা সম্পর্কে মজাচ্ছলে জানান, এখানকার পুলিশ এতই তৎপর যে প্রতি বারই নিজের স্ত্রীকে ফিরে পেয়েছিলেন। আগের কুম্ভের সঙ্গে বর্তমান ব্যবস্থা নিয়ে তুলনা টেনে মজা করে বৃদ্ধ বলেন, আগে যখন সকলে কুম্ভে পবিত্র স্নান করতে যেতেন তখন তাঁরা প্রায়ই হারিয়ে যেতেন এবং কখনও কখনও বাড়ির লোকেরা ১০ থেকে ১৫ বছর পরে তাঁদের খুঁজে পেতেন। সেই ঘটনা আজ আর ঘটে না। তিনি বলেছেন যে, তিনি কুম্ভ ডুব দিতে গিয়েছিলেন এবং তাঁর স্ত্রী তিন বার হারিয়েছিলেন। প্রতি বারই পুলিশ আধ ঘণ্টার মধ্যে তাঁকে ফিরিয়ে এনে বৃদ্ধের হাতে তুলে দিয়েছিল। ‘‘আমি ভেবেছিলাম যে বউয়ের কাছ থেকে কোনও ভাবে পালিয়ে যাব, কিন্তু প্রতি বারই স্ত্রী ফিরে এসেছেন’’, রসিকতা করে যোগ করেছেন তিনি। ভিডিয়ো দেখে প্রচুর পরিমাণে প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। ভিডিয়োটি ৩ লক্ষ বার দেখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন