Jacqueline Fernandez

অতিমারিতে ত্রাতার ভূমিকায় জ্যাকলিন, পথে নেমে খাবার বিতরণ করলেন অভিনেত্রী

একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে অতিমারির সময় ১ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী। এ ছাড়াও মুম্বই পুলিশকে মাস্ক এবং স্যানিটাইজারের মতো পণ্যের জোগান দেবেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২১ ২০:৪৯
প্রখর রোদে দাঁড়িয়ে অসহায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন জ্যাকলিন।

প্রখর রোদে দাঁড়িয়ে অসহায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন জ্যাকলিন।

জ্যাকলিন ফার্নান্ডেজ। পর্দায় তাঁর সম্মোহন বাড়িয়ে তোলে সহস্র অনুরাগীর হৃদস্পন্দন। তিনিই যে আবার প্রখর রোদে দাঁড়িয়ে অসহায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন, ক’জনই বা ভাবতে পেরেছিলেন এই দৃশ্য!
তবে অতিমারিকালে মানুষের সাহায্য করতে সত্যিই পথে নামলেন জ্যাকলিন। সেই ছবি ভেসে উঠল অভিনেত্রীর ইনস্টাগ্রামের দেওয়ালে।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে অতিমারির সময় ১ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী। এ ছাড়াও মুম্বই পুলিশকে মাস্ক এবং স্যানিটাইজারের মতো পণ্যের জোগান দেবেন তিনি। এই অতিমারি সময়ে মানুষের পাশে দাঁড়াতে নিজের একটি সংস্থা তৈরি করেছেন জ্যাকলিন। নাম রেখেছেন ‘ইয়োলো’ (ইউ অনলি লিভ ওয়ানস)। সেই সংস্থার পক্ষ থেকেই সমাজসেবামূলক কাজ করতে এগিয়ে এসেছেন স্বয়ং অভিনেত্রী। জ্যাকলিনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটাগরিকরাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement