Harshvardhan Rane

বাইক বিক্রির টাকায় অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে মানুষের পাশে অভিনেতা

এই দুঃসময়ে অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার জন্য সখের হলুদ রঙা বাইকটি বিক্রি করে দিয়েছেন অভিনেতা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৯:৩৪
হর্ষবর্ধন রানে।

হর্ষবর্ধন রানে।

অতিমারিকালে নানা ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউড তারকারা। তবে অভিনেতা হর্ষবর্ধন রানে যা করলেন, তা বোধ হয় নজিরবিহীন।

এই দুঃসময়ে অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার জন্য সখের হলুদ রঙা বাইকটি বিক্রি করে দিয়েছেন অভিনেতা। সেই টাকা দিয়েই অক্সিজেনের জোগান দিচ্ছেন তিনি।

Advertisement

ইনস্টাগ্রামে একটি স্টোরির মাধ্যমে হর্ষবর্ধন জানিয়েছেন, তাঁর বাইকটি বিক্রি করেই ৩টি অক্সিজেন কনসেন্ট্রেটর হায়দরাবাদে পাঠিয়েছেন তিনি। আরও কিছু কনসেন্ট্রেটর কিনতে পারবেন বলে আশা করছেন অভিনেতা। তাঁকে সাহায্য করার জন্য নেটাগরিকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি হর্ষবর্ধন।

হর্ষবর্ধনের এই উদ্যোগে মুগ্ধ নেটাগরিকরাও। মানুষের পাশে এ ভাবে দাঁড়ানোর জন্য অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেতাকে।

হর্ষবর্ধন মূলত দক্ষিণী ছবির চেনা মুখ। ২০১৬ সালে ‘সনম তেরি কসম’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। তার পরে যদিও বলিউডে পসার জমাতে পারেননি। শেষ তাঁকে দেখা গিয়েছিল জি ফাইভের একটি ওয়েব সিরিজে।

Advertisement
আরও পড়ুন