Suhana Khan

চার লাখি পোশাকে ভিড়ের মধ্যে অস্বস্তিতে শাহরুখ-কন্যা! সুহানাকে বাঁচাতে ছুটে এলেন জ্যাকি

পরনে কালো রঙের পোশাক। কানে বড় দুল। খোলা চুল। জানা যাচ্ছে, সুহানার পাথরখচিত পোশাকটির দাম ৪ লক্ষ টাকার উপরে। সঙ্গে নিয়েছিলেন দামি ব্যাগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬
Jackie Shroff came to rescue Shah Rukh Khan’s daughter Suhana Khan

শাহরুখ-কন্যাকে বাঁচাতে ছুটে এলেন জ্যাকি। ছবি: সংগৃহীত।

তিনি শাহরুখ-কন্যা সুহানা। তাই বলিউডে পা রাখার আগে থেকেই তিনি চর্চার কেন্দ্রে থাকেন। এখনও পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন সুহানা খান। কিন্তু সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা ঈর্ষণীয়। তাঁকে ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন ছবিশিকারিরা। তেমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সুহানা। সেই সময়ে তাঁকে বাঁচাতে ছুটে এলেন জ্যাকি শ্রফ।

Advertisement

পরনে কালো রঙের পোশাক। কানে বড় দুল। খোলা চুল। জানা যাচ্ছে, সুহানার পাথরখচিত পোশাকটির দাম ৪ লক্ষ টাকার উপরে। সঙ্গে নিয়েছিলেন দামি ব্যাগ। এই সাজেই সুহানা পৌঁছেছিলেন সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের অনুষ্ঠানে। মুম্বইয়ে অর্পিতা খানের নতুন রেস্তঁরায় বসেছিল জন্মদিনের আসর। তারকাখচিত জন্মদিনের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময়েই সুহানাকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। সুহানার চোখে-মুখে ফুটে ওঠে অস্বস্তির ছাপ। পিছন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ‘জ্যাকি আঙ্কল’।

জ্যাকি সেই অনুষ্ঠান থেকে সুহানাকে বেরোতে সাহায্য করেন। ছবিশিকারিদের উদ্দেশে কড়া কণ্ঠে বলেন, “মুখের উপর বেশি আলো ফেলবেন না।” কোনও মতে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান সুহানা। এ দিন নির্বাণের জন্মদিনের অনুষ্ঠানে সুহানা ছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম আলি খান, কার্তিক আরিয়ান, ইব্রাহিম খান, অগস্ত্য নন্দা, ববি দেওলও।

সুহানাকে আগামীতে দেখা যাবে সুজয় ঘোষের ছবি ‘কিং’-এ। অন্য দিকে জ্যাকি শ্রফ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে। এ ছাড়া ‘হাউসফুল ৫’ ছবিতেও অভিনয় করছেন তিনি।

Advertisement
আরও পড়ুন