অভিনেত্রী রেখা। ছবি: সংগৃহীত।
বয়সের হিসাবে প্রায় ৭০ ছুঁইছুঁই তিনি। তবে আবেদনের নিরিখে এখনও ‘চিরসবুজ’ অভিনেত্রী রেখা। সাম্প্রতিক সময়ে তাঁকে সিনেমার পর্দায় তেমন ভাবে দেখা যায়নি বটে, তবে এই বয়সেও তাঁর রূপে মুগ্ধ অনুরাগীরা। কর্মজীবনের তুঙ্গে থাকাকালীনও পেশাগত জীবনের থেকে অনেক বেশি চর্চায় থেকেছে তাঁর ব্যক্তিগত জীবন। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রেম নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সেই সব জল্পনায় জল ঢেলে ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তার পর থেকে ‘সিঙ্গল’ রেখা। সঙ্গী বলতে তাঁর সহকারী ফরজ়ানা। সম্প্রতি খবর মেলে, ফরজ়ানার সঙ্গেই নাকি ‘সম্পর্ক’-এ রয়েছেন অভিনেত্রী। তাঁর সঙ্গেই নাকি একত্রবাসও করেন! এই খবর প্রকাশ্যে আসতেই শুরু জল্পনা। সত্যিই কি ফরজ়ানার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন ‘সিলসিলা’ খ্যাত অভিনেত্রী?
It's despicable how clickbait journalism has an aversion towards verifying facts. And most often they target women.
— 𝒀𝒂𝒔𝒔𝒆𝒓 𝑼𝒔𝒎𝒂𝒏 (@yasser_aks) July 22, 2023
A statement. pic.twitter.com/sYBCZxLsp9
রেখার জীবন অবলম্বনে ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইটি লিখেছেন লেখক ইয়াসের উসমান। ২০১৬ সালে প্রকাশিত হয় রেখার এই জীবনী। সেই বইতেই নাকি লেখক দাবি করেছেন, বহু বছর ধরেই নিজের ব্যক্তিগত সহকারী ফরজ়ানার সঙ্গে সম্পর্কে রয়েছেন রেখা। প্রায় তিন দশক ধরে রেখার ছায়াসঙ্গী ফরজ়ানা। প্রতি মুহূর্তে তাঁকে রেখার পাশে থাকতে দেখা যায়। যদিও অভিনেত্রী বরাবর ফরজ়ানাকে নিজের বোন দাবি করে এসেছেন। বইতে দাবি করা হয়েছে, রেখার শোয়ার ঘরে নাকি ফরজ়ানা ছাড়া অন্য কারও ঢোকার অনুমতি নেই। ফরজ়ানার অনুমতি ছাড়া রেখার আশেপাশে কেউই ঘেঁষতেই পারেন না বলেও নাকি দাবি করেন লেখক। এমনকি, অভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি থেকে তাঁর পেশাদার জীবনের প্রতিটি সিদ্ধান্তও নেন ফরজ়ানাই। জীবনীতে ইয়াসের উসমানের দাবি, বিগত কয়েক দশক ধরে ব্যক্তিগত সহকারীর সঙ্গেই সম্পর্কে রয়েছেন রেখা।
লেখকের এমন দাবি ঘিরেই ঝড় ওঠে সমাজমাধ্যমে। পরিস্থিতি সামলাতে এ বার মুখ খুলেছেন ইয়াসের নিজে। সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে উসমান লেখেন, ‘‘আমার লেখা ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ের বক্তব্য বলে যে উদ্ধৃতিগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলি সম্পূর্ণ মিথ্যে। প্রচার বাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করা হচ্ছে।’’ এরই সঙ্গে অভিনেত্রীর জীবনীকার লেখেন, ‘‘আমি হলফ করে বলতে পারি, আমার বইয়ে এমন কথার উল্লেখ পর্যন্ত নেই। ‘একত্রবাস’ বা ‘যৌন সম্পর্ক’-এর মতো শব্দবন্ধের উল্লেখ আমি পাণ্ডুলিপিতে পর্যন্ত করিনি।’’ তাঁর লেখা বইয়ের নামে এই মিথ্যা প্রচার বন্ধ না করলে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন ইয়াসের। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি রেখা নিজে।