Randeep Hooda

Randeep Hooda: নতুন সম্পর্কের গুঞ্জন বলিউডে, ‘মেরি কম’-এর অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন রণদীপ হুডা?

শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী লিন লাইশরামের প্রেমে মজেছেন ‘হাইওয়ে’-র নায়ক।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৯:২৬
রণদীপ হুডা এবং লিন লাইশরাম

রণদীপ হুডা এবং লিন লাইশরাম

একাধিক সম্পর্ক নিয়ে সরগরম বলিউড। তালিকায় নতুন সংযোজন রণদীপ হুডা। শোনা যাচ্ছে বলিউড অভিনেত্রী লিন লাইশরামের প্রেমে মজেছেন ‘হাইওয়ে’-র নায়ক। মণিপুরের মেয়ে লিন ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘মেরি কম’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

শোনা যাচ্ছে, রণদীপ এবং লিন লাইশরামের সম্পর্ক প্রায় আট মাস ধরে গভীর হয়েছে। যদিও দু’জনে একত্রবাসে রয়েছেন, এমন খবর নেই। তবে রণদীপের ঘনিষ্ঠ মহলে লিন বেশ পরিচিত। কয়েক মাস আগে লিনের জন্মদিন পালন করতে তাঁকে নিয়ে মধ্যপ্রদেশ ছুটে গিয়েছিলেন অভিনেতা। এ নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।

প্রসঙ্গত, রণদীপের ব্যক্তিগত জীবন অনেক বারই শিরোনামে এসেছে। লিনের আগে নীতু চন্দ্রের সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন রণদীপ। তারও আগে ২০০৬ সালে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভাঙে অভিনেতার।

Advertisement
Advertisement
আরও পড়ুন