Sunny Leone

Sunny Leone: আমার নিজের স্বামী অতুলনীয়, আপনাদের বর কেড়ে নিতে চাই না, কেন বলেছিলেন সানি?

বিতর্ক তাঁর পিছু ছাড়ে না বললেই চলে! এ হেন সানি লিওনি নাকি এক বার বেজায় চটেছিলেন!

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৬:০৫
সানি লিওন।

সানি লিওন।

তাঁর পরিচয়, তিনি 'আইটেম গার্ল'। যে কোনও পুরুষের ঘুম কেড়ে নেন যখন তখন। এ দিকে, বিতর্কও তাঁর পিছু ছাড়ে না বললেই চলে! এ হেন সানি লিওনি নাকি বেজায় চটেছিলেন বলিউডের প্রথম সারির তারকাদের স্ত্রীদের উপরে!

২০১১ সালে 'বিগ বস'-এর প্রতিযোগী হিসেব শোরগোল ফেলা সানি বলিউডে পা রাখেন 'জিসম ২' ছবির মাধ্যমে। তার পরেও বেশ কিছু ছবিতে লাস্যময়ী ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

সানির দাবি, সহ-অভিনেতাদের চেয়ে বরং তাঁদের স্ত্রীদের সঙ্গেই তাঁর বন্ধুত্ব হয় বেশি। তার পরেও তাঁর আক্ষেপ, তারকা-পত্নীরা অনেকেই তাঁর সঙ্গে নিজের স্বামীদের অভিনয় করা পছন্দ করেন। হয়তো ভয় পান, আমার সঙ্গে তাঁদের স্বামীদের সম্পর্ক তৈরি হয়ে যাবে।

ক্ষুব্ধ সানি এক সাক্ষাৎকারে বলেন, "আমার নিজের স্বামী অতুলনীয়। আপনাদের বরকে কেড়ে নেওয়ার কোনও প্রয়োজন নেই আমার।" 'জ্যাকপট', 'রাগিনী এমএমএস ২'-র অভিনেত্রীর দাবি, এমন অসহযোগিতার কারণেই বলিউডে ভাল কাজের সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন