Ranbir Kapoor

কোভিডে আক্রান্ত রণবীর, ‘রাতের ঘুম উড়ে গেল’ ঐন্দ্রিলার?

এ কথা খোদ জানিয়েছেন অঙ্কুশ হাজরা। রণবীর কপূর কোভিড পজিটিভ। রণবীরের অন্ধ ভক্ত ঐন্দ্রিলা সেন? তাই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় তাঁর?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১৬:১৮
ঐন্দ্রিলা সেন ও রণবীর কপূর।

ঐন্দ্রিলা সেন ও রণবীর কপূর।

এ কথা খোদ জানিয়েছেন অঙ্কুশ হাজরা। রণবীর কপূর কোভিড পজিটিভ, মা নীতু কপূর জানাতেই টুইটারে অঙ্কুশের টিপ্পনি, ‘ব্যস, ঐন্দ্রিলার রাতের ঘুম উড়ে গেল’। রণবীরের অন্ধ ভক্ত ঐন্দ্রিলা সেন? তাই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় তাঁর?

ফোনে পাওয়া যায়নি অভিনেত্রীকে। তবে সত্যিই যদি সেটাই হয়, অবাক হওয়ার কিচ্ছু নেই। কারণ, অসংখ্য সাধারণ মেয়ের তো বটেই, ঐন্দ্রিলার মতো বহু টলি তারকারও প্রথম পছন্দ রণবীর। তাই তাঁর অসুস্থতার খবর ছড়াতেই সমাজমাধ্যম যথারীতি তোলপাড়। অনুরাগীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। বলিউড সূত্রে খবর, চিকিৎসা চলছে রণবীরের। নিভৃতবাসে রয়েছেন তিনি। চলতি বছরেই ‘শামসেরা’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘অ্যানিমাল’ সহ একাধিক ছবির শ্যুটিং শুরু করেছিলেন অভিনেতা।

Advertisement

পাশাপাশি, রাজা চন্দের ‘ম্যাজিক’-এ প্রথম জুটি বেঁধেই সুপারহিট অঙ্কুশ-ঐন্দ্রিলার রসায়ন। যদিও অভিনেতার দাবি, জুটি ভাঙিয়ে ছবি হিট হয়নি। কৃতিত্ব ভাল অভিনয় আর পরিচালনার। এগজিবিটরদের তরফ থেকে জানা গিয়েছে, ছবি জাদু দেখিয়েছে বক্স অফিসেও। অনেক বছর পর নাকি সিঙ্গলপ্লেক্স-এ হাউসফুল বোর্ড ঝুলেছে এই ছবির দৌলতে। তাও আবার লকডাউনের পরেই।

Advertisement
আরও পড়ুন