Bengali Serial

TV Serial TRP: খড়ি-ঋদ্ধির টকঝাল প্রেম নাকি ‘মিঠাই’-এর মিষ্টি রসায়ন, টেক্কা দিল কে?

‘মিঠাই’ নাকি ‘গাঁটছড়া’? বেশ কয়েক সপ্তাহ দড়ি টানাটানি ধারাবাহিকের টিআরপি তালিকায়। এ বারে বাংলা সেরা কোন ধারাবাহিক?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৪:৫৮
‘মিঠাই’ না ‘গাঁটছড়া’,  কে এগিয়ে?

‘মিঠাই’ না ‘গাঁটছড়া’, কে এগিয়ে?

বেশ কয়েক সপ্তাহ ধরে দড়ি টানাটানি চলছেই। কখনও এগিয়ে ‘গাঁটছড়া’, তো কখনও ‘মিঠাই’! আইপিএল জ্বর কিছুটা হলেও কাবু করেছিল ছোট পর্দার সামগ্রিক টিআরপি রেটিংকে। তবে আবারও স্বমহিমায় ফিরেছে ধারাবাহিকের জনপ্রিয়তা। এ সপ্তাহেও বাংলা সেরা ‘মিঠাই’। পেয়েছে ৭.৮।

এ দিকে, লড়াইয়ে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে ‘গাঁটছড়া’। উচ্ছেবাবু আর মিঠাইয়ের মিষ্টি রসায়ন টেক্কা দিয়েছে খড়ি-ঋদ্ধির টকঝাল প্রেমকে। এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৩। সমান নম্বরে দ্বিতীয় স্থানেই রয়েছে আর এক ধারাবাহিক ‘গৌরী এল’। ৭.২ পেয়ে তৃতীয় স্থানে ‘ধুলোকণা’। বেশ কয়েক সপ্তাহ আগে এক নম্বরে জায়গা করে নিয়েছিল লালন-ফুলঝুরির প্রেম।

Advertisement

ঋষি-পিহুর বিয়েও কি দর্শকের আগ্রহ ধরে রাখতে পারছে না? এ সপ্তাহে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ‘মন ফাগুন’। ধারাবাহিকের ঝুলিতে নম্বর ৭.০। পঞ্চম স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। পেয়েছে ৬.৮।

বাকিরা কে কোথায়? জানতে চোখ রাখুন রেটিং তালিকায়—

Advertisement
আরও পড়ুন