Nia Sharma

Nia Sharma: বিপদসীমায় বোতাম খোলা জিন্স, আরও নীচে নামাতে পারতেন নিয়া! কটাক্ষ অনুরাগীদের

যৌনতার প্রতিমূর্তি হিসেবে পরিচিতি এই টেলি তারকার। ফের এমন পোশাক পরলেন যে কটাক্ষের ঝড় বইল চারপাশে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৩:৩৯
 কটাক্ষের শিকার হলেন টেলি তারকা

কটাক্ষের শিকার হলেন টেলি তারকা

নিয়া শর্মা। অনুরাগীরা বলেন, এশিয়ার সেরা যৌন আবেদনময় নারীদের মধ্যে এক জন তিনি। পেশায় ছোট পর্দার অভিনেত্রী হলেও ফ্যাশন দুনিয়ায় তাঁর বিশেষ খ্যাতি। ‘সাহসী’ পোশাকে প্রায়ই যে ঝড় তোলেন!

এর আগে রাহুল সুধীর-সহ আরও কয়েক জন তারকার সঙ্গে নাম জড়িয়ে শিরোনামে এসেছেন নিয়া। তবে এ বার বিশ্রী ভাবে কটাক্ষের শিকার টেলি তারকা। সৌজন্যে তাঁর খোলামেলা সাজ।

Advertisement

ডেনিমের শার্ট এবং জিন্সে নিয়ার উত্তেজক ছবি নিয়ে শোরগোল বেড়েছে সম্প্রতি। কোমরের এতটা নীচে জিন্স পরেছিলেন যে, অনুরাগীদের নাকি চোখ চলে যাচ্ছিল বিপদসীমায়। তার উপরে প্যান্টের বোতামও খোলা। এমন সাজেই উত্তেজনার পারদ চড়িয়েছেন নিয়া।

এমন সাজেই উত্তেজনার পারদ চড়িয়েছেন নিয়া।

এমন সাজেই উত্তেজনার পারদ চড়িয়েছেন নিয়া।

অনুরাগীদের একাংশ উত্তেজিত হয়ে উঠে বিতর্কিত মন্তব্য করলেন। কেউ বললেন, ‘দেখা যাচ্ছে না আর একটু নিচু করো’। আর এক জনের মন্তব্য, ‘জিন্স ছেড়ে বেরিয়ে এসো, নিজেকে মুক্ত করো’। এমনই নানা অশালীন কথার বান ডেকেছে। নিয়ার অবশ্য তাতে থোড়াই কেয়ার!

‘এক হাজারোঁ মেঁ মেরি বেহনা হ্যায়’ এবং ‘জামাই রাজা’ ছবিতে দেখা গিয়েছে নিয়াকে। পাশাপাশি জি ফাইভের ওয়েবসিরিজ ‘জামাই ২.০’-তেও পরিচিত মুখ তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন