Iman Chakraborty

Iman-Nilanjan: নীলাঞ্জনের গালে চুম্বন! আমি তোমায় ভালবাসি, ফের অকপট ইমন

শুধুই কথায় ভালবাসা জানিয়েই ক্ষান্ত জাতীয় পুরস্কারজয়ী গায়িকা? প্রিয়তমর জন্য আর কিচ্ছু না?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ২১:১১
নীলাঞ্জন ঘোষের-ইমন চক্রবর্তী।

নীলাঞ্জন ঘোষের-ইমন চক্রবর্তী।

প্রেমজীবন বদলে গিয়েছে দাম্পত্য। ভালবাসায় ভাটা পড়েনি ইমন চক্রবর্তী-নীলাঞ্জন ঘোষের!

বহু বার বহু ভাবে একে অন্যকে জানিয়েছেন, ‘ভালবাসি’। সেই ভালবাসা ছড়িয়ে পড়েছে খোলা হাওয়ায়। পর্বতমালায়। কোনারকের মন্দিরে। ঘরের কোণে। তার পরেও প্রেমে পড়ায় বারণ নেই শিল্পী দম্পতির। বরং যত দিন গড়াচ্ছে, ভালবাসা যেন গাঢ় থেকে গাঢ়তর! শুক্রবারই দেখুন কেমন নতুন করে একে অন্যের প্রেমে পড়লেন দু’জনে। শিশুর সারল্য নিয়ে ইমনের ফের অকপট স্বীকারোক্তি, ‘ভালবাসি তোমায়, বুঝলে?’ ভাঙা প্রেমের হাটে যেন নতুন করে বার্তা দিলেন, ‘তুমি আছ আমি আছি...।’

Advertisement

শুধুই কথায় ভালবাসা জানিয়েই ক্ষান্ত জাতীয় পুরস্কারজয়ী গায়িকা? প্রিয়তমর জন্য আর কিচ্ছু না?

প্রেমের কাহিনি শোনাতে একটি ছোট্ট ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে, কথা ফুরনোর পরেও ইমন প্রেম প্রকাশে কেমন আঁকুপাঁকু। এর আগে প্রেমিক-স্বামীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে দ্বিধা করেননি। এ বার চুম্বন নীলাঞ্জনের গালে।

সুযোগ পেলেই ভালবাসার কথা সোচ্চারে বলেন। কিছু দিন আগে ‘র‌্যাপিড ফায়ার’-এর আদলে ভাললাগা, ভালবাসার কথা শোনা গিয়েছে ইমনের কথায়। তারও আগে নিজের গানের রিল ভিডিয়োয় চুটিয়ে প্রেম করেছিলেন স্বামীর সঙ্গে। বাগদান সেরেই যেমন তাঁরা আশ্রয় নিয়েছিলেন পাহাড়ের কোলে। সবুজ উপত্যকায়। তবে ইমন যত সোচ্চার, নীলাঞ্জন ততই নীরব এ ব্যাপারে! আনন্দবাজার অনলাইনকে আগে এক সাক্ষাৎকারে গায়িকার যুক্তি, ‘‘নীলাঞ্জন অন্তর্মুখী, প্রেম গোপন করতে ভালবাসেন। ওর ভালবাসা বুঝতে গেলে সবার আগে ওকে বুঝতে হবে।’

Advertisement
আরও পড়ুন