Shweta Basu

Criminal Justice: ‘ক্রিমিনাল জাস্টিস’-এর নতুন সিজনে নিজেকে কীভাবে তৈরি করলেন শ্বেতা?

খুব শিগগিরি স্ট্রিমিং শুরু হবে ক্রিমিনাল জাস্টিসের। নিজের চরিত্র নিয়ে অকপট শ্বেতা। 

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ২২:৪৫
শ্বেতা বসু প্রসাদ।

শ্বেতা বসু প্রসাদ।

নতুন কেস নিয়ে আবারও হাজির মাধব মিশ্র। ২৬ অগস্ট থেকে স্ট্রিমিং শুরু হবে ‘ক্রিমিনাল জাস্টিস অধুরা সচ’-এর। মাধব মিশ্র ওরফে পঙ্কজ ত্রিপাঠী। তাঁকে দেখার জন্য অধীর অপেক্ষায় তাঁর অনুরাগীরা। তবে সিরিজের এই নতুন পর্বে শুধু পঙ্কজ নয়, দেখা যাবে আরও অনেককে। তার মধ্যে অন্যতম শ্বেতা বসু প্রসাদ।

এই সিরিজের জন্য নিজেকে কীভাবে তৈরি করেছিলেন শ্বেতা? সংবাদ সংস্থাকে দেওয়া সক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “চরিত্রের জন্য নিজেকে বিশেষ ভাবে তৈরি করি। লেখা চরিত্রের জন্যও তাই-ই করেছি। পর্দায় ফুটিয়ে তোলার জন্য সেই মানুষটাকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ পড়াশোনা করা খুবই প্রয়োজন। আমি সেটাই করি।”

Advertisement

‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজটি বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত হয়েছে। নতুন সিজনের স্ট্রিমিংও হবে হটস্টার ডিজনিতে। আপাতত ২৬ অগস্টের অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন