Celebrity

MMS: অশালীন এমএমএস-এ ‘কলঙ্কিত’ করার চেষ্টা চলেছে যে সমস্ত দক্ষিণী অভিনেত্রীকে

কোন কোন অভিনেত্রীর এমএমএস কেলেঙ্কারি ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ২২:৩২
অঞ্জলি অরোরা, জ্যোতিকা এবং নয়নতারা

অঞ্জলি অরোরা, জ্যোতিকা এবং নয়নতারা ফাইল চিত্র।

এমএমএস ভিডিয়ো ফাঁস হয়ে গিয়েছে বহু দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর। সবাইকে হতবাক করে দিয়েছে সেই পর্ব। কোন কোন অভিনেত্রীর এমএমএস কেলেঙ্কারি ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে? শুরুতেই রয়েছেন অঞ্জলি অরোরা। আছেন রানিজথা, নয়নতারা, জ্যোতিকারাও।

অঞ্জলি অরোরা

Advertisement

‘লক আপ’ প্রতিযোগী অঞ্জলি অরোরার এমএমএস সম্প্রতি ফাঁস হয়েছে। তবে মনে করা হচ্ছে ভিডিয়োটি জাল। তাঁর মুখ সুপার ইম্পোজ করে অন্য কারও অবয়ব সেখানে ব্যবহার করা হয়েছে বলে খবর।

জ্যোতিকা

অভিনেত্রী জ্যোতিকার এমএমএস ভাইরাল হয়েছে। জনসমক্ষে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলেছে বলে দাবি জানান তিনি।

নয়নতারা-সিম্বু

বিচ্ছেদের পরও সিম্বুর সঙ্গে নয়নতারার চুম্বনরত ছবি ফাঁস হয়ে গিয়েছিল সম্প্রতি। সে নিয়ে ফের শোরগোল। যদিও দু’জনের কেউই সে নিয়ে মুখ খোলেননি।

তৃষা কৃষ্ণন

দক্ষিণী তারকা তৃষা কৃষ্ণনও হঠাৎ শিরোনামে এসেছিলেন এক ভাইরাল ভিডিয়ো দিয়ে। সেখানে ছিল তাঁর মডেলিংয়ের সময়কার চেহারা। যদিও সেটি তিনি নন বলেই জানিয়েছিলেন তৃষা।

Advertisement
আরও পড়ুন