Johnny Depp News

ছবি পরিচালনায় মনোযোগ, অভিনেতার ভূমিকায় কি ফিরবেন না জনি ডেপ?

বর্তমানে তাঁর পরিচালিত ছবি ‘মদি’-এর সম্পাদনার কাজ চলছে। এর মধ্যেই জানা গিয়েছে, অভিনয়ে ফিরতে চান না মার্কিন অভিনেতা!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ২০:০১
জনি ডেপ।

জনি ডেপ।

অভিনয় জীবন থেকে অবসর নিচ্ছেন মার্কিন তারকা জনি ডেপ? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। পর্দার সামনে নয়, বরং পর্দার পিছনে ছবি পরিচালনায় মনোযোগ দিচ্ছেন আপাতত। তাঁর পরিচালিত আগামী ছবি ‘মদি’ নিয়ে ব্যস্ততা তুঙ্গে। ইটালির শিল্পী আমেদিও মদিগ্লিয়ানির জীবনীর উপর নির্মিত এই ছবি। বর্তমানে ছবি সম্পাদনার কাজ চলছে। পাশাপাশি ছবি সংক্রান্ত অন্যান্য বিষয় চূড়ান্ত করার কাজ চলছে।

Advertisement

তা হলে কি আর কোনও দিনই অভিনেতা হিসেবে জনি ডেপের দেখা মিলবে না? প্রায় ২৫ বছর পরে পরিচালকের আসনে নিজেকে ফিরে পেয়ে খুশি জনি ডেপ। সূত্রের খবর, অদূর ভবিষ্যতে জনি পর্দায় ফিরতে পারেন। উপযুক্ত সময় এলে আবারও অভিনয়ে ফিরতে পারেন পর্দার ‘জ্যাক স্প্যারো’। ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ অথবা ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডস’-এর মতো ফ্র্যাঞ্চাইজ়িতে জনি ডেপের পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে দর্শক কতটা মেনে নিতে পারবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

অভিনয় জীবনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বার বার শিরোনামে এসেছেন জনি ডেপ। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতায় দীর্ঘ দিন যুঝছিলেন অভিনেতা। গার্হস্থ্য হিংসার অভিযোগ। তবে সব শেষে আইনি গেরো কাটিয়ে মামলা জিতেছিলেন মার্কিন অভিনেতা। তার পরে স্বমহিমায় ফিরেছেন হলিউডে। ‘জ্যঁ দু ব্যারি’ ছবির হাত ধরে আবারও বুঝিয়ে দিয়েছিলেন তাঁর অভিনয়ের দক্ষতা। জনির তারকাসুলভ প্রত্যাবর্তন জায়গা করে নিয়েছিল দর্শক ও সমালোচকদের মনে।

Advertisement
আরও পড়ুন