Rajkummar Rao

চোয়াল থেকে মুখ বদলে গিয়েছে রাজকুমারের! অস্ত্রোপচার করিয়ে এমন হাল?

কৃত্রিম পদ্ধতিতে নিজের চেহারা বদলিয়েছেন রাজকুমার রাও! কিন্তু, অভিনেতা কি নেটপাড়ার দাবি মানছেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৮:৩৫
রাজকুমার রাও।

রাজকুমার রাও। ছবি: সংগৃহীত।

খুব শীঘ্রই শিল্পপতি শ্রীকান্ত বোল্লার চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। পর্দায় তাঁর জীবন ফুটিয়ে তুলতে নিজের চেহারায় অনেকটা বদল এনেছেন অভিনেতা। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে অভিনেতা উপস্থিত হতেই শুরু হয়েছে ট্রোলিং। নেটপাড়ার একাংশের দাবি, চেহারায় কারসাজি করেছেন রাজকুমার।

Advertisement

অভিনয় জগতে এমন বহু তারকা রয়েছেন, যাঁরা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন। তালিকা দীর্ঘ হলেও তা প্রকাশ্যে স্বীকার করেন না অনেকেই। কখনও নাক টিকালো করা, আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা, আবার কখনও চোয়াল চিকন করা— চাহিদা অনুযায়ী রূপ পেতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বহু বলি তারকা। অস্ত্রোপচারের মাধ্যমে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ। এ বার রাজকুমারের চেহারায় তেমন পরিবর্তনই লক্ষ করলেন অনেকেই। রাজকুমারের পুরনো ছবি আর এখনকার ছবি পাশাপাশি রেখে অনেকেই দাবি করেছেন, রাজকুমার মুখে অস্ত্রোপচার করিয়েছেন। কেউ কেউ তো দাবি করেছেন, রাজকুমারের থুতনি, চোয়াল দেখলেই বোঝা যাচ্ছে, তিনি অস্ত্রোপচার করিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাকে তাঁর মুখে কারসাজির বিষয়ে প্রশ্ন করা হয়। রাজকুমার অবশ্য গোটাটাই অস্বীকার করেছেন। তাঁর সাফ কথা, ‘‘ না বাবা, কোনও ধরনের অস্ত্রোপচার করাইনি আমি।’’ যদিও অভিনেতার মুখের কথা বিশ্বাস করতে নারাজ নেটাগরিকদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement