Hospital

বিনা খরচে চিকিৎসার সুবিধা দিতে হাসপাতাল তৈরির কাজে হাত দিলেন বলিউডের গায়িকা পলক

হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ গুরমিত চৌধরি জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের জন্য পটনা ও লখনউ শহরে হাসপাতাল তৈরি করবেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৮:২৫
পলক মুচ্ছাল

পলক মুচ্ছাল

কেবল সোনু সুদ নন, একের পর এক তারকা এগিয়ে আসছেন দেশের সেবা করতে। অক্সিজেনের ব্যবস্থা, শয্যার বন্দোবস্ত, চিকিৎসার খরচ বহন- সরকারের সাহায্য ছাড়াই নিজেদের মতো যে যা পারছেন করছেন।

কিছু দিন আগে হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ গুরমিত চৌধরি জানিয়েছিলেন, তিনি সাধারণ মানুষের জন্য পটনা ও লখনউ শহরে হাসপাতাল তৈরি করবেন। এ বারে সে রকমই কাজে হাত দিলেন বলিউডের গায়িকা পলক মুচ্ছাল। টুইট করে সে খবর দিলেন নেটাগরিকদের।

Advertisement

কী জানালেন তিনি? ‘মেরি আশিকি’ গায়িকা লিখলেন, ‘আমার স্বপ্নের দিকে বড় পা রাখলাম আজ। তাই আপনাদের সকলের আশীর্বাদ চাই’। তাঁর স্বপ্ন ছিল দেশের দুঃস্থদের জন্য নিজের খরচে হাসপাতাল বানাবেন। আর এই অতিমারি পরিস্থিতিতে হাসপাতালের প্রয়োজন যে সব থেকে বেশি, তা কে না জানে। তাই আর দেরি করলেন না শুভ কাজে। তাঁর পোস্ট থেকে জানা গেল, হাসপাতালের নির্মাণকার্য শুরু হয়ে গিয়েছে। এই হাসপাতালে বিনা খরচে চিকিৎসা করানো হবে গরিব মানুষদের।

এর আগেও তিনি একাধিক শিশুর চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন। তাঁর বিভিন্ন গানের অনুষ্ঠান থেকে য সংগ্রহ করেছেন, সে টাকাই তিনি দেশের ও দশের সেবার কাজে লাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement