Halle Berry

শরীরে সুতোটিও নেই, হাতে মদিরা নিয়ে কম্বল সরালেন ৫৬ বছরের ‘যুবতী’

শরীরে সুতোটিও নেই। কম্বলের আড়ালে দৃশ্যমান প্রৌঢ় ‘যুবতী’র সুললিত সৌষ্ঠব। তাতেই হৃদয়ে ঝড় কোটি কোটি অনুরাগীর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১৯:১২
হ্যালির ধুমকেতু।

হ্যালির ধুমকেতু। ফাইল চিত্র।

শান্ত অথচ তীব্র। ৫৬ বছর বয়সেও এমন নজরকাড়া সুন্দরী! নামেই কাবু গোটা বিশ্ব, তিনি হ্যালি বেরি। বিছানায় শুয়ে সুগার-ফ্রি মদিরা খেতে খেতে ছবি দিলেন ‘মন্সটার্স বল’-এর নায়িকা। শরীরে সুতোটিও নেই। কম্বলের আড়ালে দৃশ্যমান প্রৌঢ় ‘যুবতী’র সুললিত সৌষ্ঠব। তাতেই হৃদয়ে ঝড় কোটি কোটি অনুরাগীর।

Advertisement

উস্কোখুস্কো কালো চুলে ব্লিচ করা সোনালি হাইলাইট। ছোট করে ছাঁটা চুলেই তিনি মোহময়ী। সাদা চাদর সরাতেই সকালের ওম এসে ঝাঁপিয়ে পড়েছে যেন হ্যালির মুখে। ওয়াইনের ক্যান কপালে ঠেকিয়ে সলজ্জ হেসে চোখ বুজলেন আবার। কী আছে সেই ছবিতে? তা না দেখলে বিশ্বাস করার উপায় নেই। হ্যালির আদুরে ভঙ্গি এ প্রজন্মের পুরুষদের বুকেও আগুন জ্বেলে দিয়েছে। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, “যখন তখন বিছানায় শুয়ে মদ্যপান করার মজাই আলাদা।”

সেই পোস্টের নীচে ভালবাসা উপচে পড়ে শুক্রবার। এক অনুরাগী লেখেন, “আমার প্রিয় হাসিমুখ!” আবার কেউ মন্তব্য করেন, “এমন উজ্জ্বল সৌন্দর্য যেন আলোর প্রতিফলন! আপনি ঈশ্বরী।” এত তরতাজা যৌবন কী ভাবে ধরে রেখেছেন অভিনেত্রী? সে রহস্য অধরা। বয়স যত বাড়ছে আরও যেন কিশোরী হয়ে উঠছেন নায়িকা। অনুসরণকারীর সংখ্যাও প্রায় এক কোটি।

Advertisement
আরও পড়ুন