কন্যা লিয়ানা এবং দিবিশাকে কোলে নিয়ে দেবীনা এবং গুরমিত। ছবি: সংগৃহীত।
মেয়ের প্রথম বছরের জন্মদিন। স্বাভাবিক ভাবেই মুম্বইতে ধুমধাম করে লিয়ানার জন্মদিন পালন করার কথা। কিন্তু হিন্দি ছোট পর্দার জনপ্রিয় মুখ গুরমীত চৌধুরী এবং দেবীনা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন একদম বিপরীত পথে। মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় কেক কেটে জন্মদিন পালন করলেন লিয়ানার।
কেক কাটার আগে মেয়েকে কোলে নিয়ে হাজির হলেন দম্পতি। মুম্বইয়ের পরিবর্তে কলকাতা কেন? দেবীনা বললেন, ‘‘বড়দের আশীর্বাদের একটা গুরুত্ব আছে। তাই লিয়ানার প্রথম জন্মদিনে কলকাতাই ছিল আমাদের প্রথম পছন্দ।’’ এরই সঙ্গে গুরমীত সংযোজন করলেন, ‘‘দেবীনা আমাকে বলতেই আমি রাজি হয়ে যাই। আমিও চেয়েছিলাম মামার বাড়িতেই ওর প্রথম জন্মদিন পালন করা হোক।’’
রবিবার সন্ধ্যায় বাইপাস সংলগ্ন এক ব্যাঙ্কোয়েটে বসেছিল আসর। রকমারি বেলুন, আর রকমারি আলো দিয়ে সাজানো হয়েছিল। সঙ্গে ছিল কেক কাটার পর্ব। মেনুতে ছিল রকমারি বাঙালি পদ। বাচ্চাদের কথা মাথায় রেখেই ম্যাজিক শো, ট্যাটু এবং এবং বিভিন্ন খেলার আয়োজনও ছিল। দেবীনার কথায়, ‘‘বিগত এক মাস ধরে সব কিছু পরিকল্পনা করেছি।’’
লিয়ানা এবং দিবিশা, দুই কন্যাসন্তানের মা দেবীনা। গত বছর লিয়ানার জন্মের পর নভেম্বরে অভিনেত্রীর কোল আলো করে আসে ছোট মেয়ে দিবিশা। মা হওয়ার পর জীবন কতটা বদলেছে? আনন্দবাজার অনলাইনকে দেবীনা বললেন, ‘‘জীবন বদলায়নি, তবে মাতৃত্ব আমাকে একজন নারী হিসেবে পূর্ণ করেছে।’’ ২০১১ সালে গুরমীত ও দেবীনার বিয়ে হয়। দেবীনা বললেন, ‘‘একটা সময় বাচ্চাদের বিশেষ একটা পছন্দ ছিল না। কিন্তু এখন ধারণাটা বদলে গিয়েছে।’’ গুরমীত যোগ করলেন, ‘‘এক বছর আগেও আমরা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন তো মনে হয় দু’জনের খেলার দুই সঙ্গী আমাদের জীবনে এসেছে।’’
রবিবারের অনুষ্ঠানের থিম ছিল গোলাপি এবং সাদা। সেই মতো সেজেছিলেন ‘রামায়ণ’ সিরিয়ালে রাম-সীতা জুটি। দেবীনার পরনে ছিল হালকা গোলাপি পোশাক। অন্য দিকে, গুরমীত পরেছিলেন সাদা স্যুট। দুই মেয়ের পোশাকেও ছিল গোলাপি রঙের ছোঁয়া। মেয়েদের মধ্যে কে বেশি দুষ্টুমি করে? দেবীনা হাসতে হাসতে বললেন, ‘‘দিবিশা একটু শান্ত। কিন্তু লিয়ানা খুবই দুষ্টু।’’
সামনেই ১ বৈশাখ। কলকাতার অনুরাগীদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেবীনা বললেন, ‘‘আসলে মুম্বইতে বসে বাংলা নববর্ষের অনুভূতি ঠিক বোঝা যায় না। বাংলায় এই সময়ে কালবৈশাখী ঝড় হয়। খুব মনে পড়ে। ছেলেবেলার স্মৃতি ফিরে ফিরে আসে।’’
দুই সন্তানকে সামলানোর পাশাপাশি নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন গুরমীত। অন্য দিকে, দেবীনা তাঁর ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত। আপাতত দিন কয়েক কলকাতায় কাটিয়ে তাঁরা আবার উড়ে যাবেন মুম্বই।