Jennifer Aniston

ক্যামেরার সামনে শ্যাম্পু করছেন নায়িকা, খোলা পিঠ বেয়ে সাদা ফেনা! কী বললেন অনুরাগীরা

বহু দিন চুপচাপ থাকার পর বোমা ফেললেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। তাঁর শ্যাম্পু করার পোস্ট-এর নীচে ইঙ্গিত দিলেন, কিছু একটা আসছে!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৩
নায়িকার জীবনে কিছু একটা আসছে!

নায়িকার জীবনে কিছু একটা আসছে!

ক্যামেরার দিকে পিছন ফিরে স্নান করছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। শাওয়ারের ঝরনায় ধুয়ে যাচ্ছে তাঁর চুল। শ্যাম্পু করেছিলেন জেনিফার, তারই একরাশ নরম সাদা ফেনা তাঁর খোলা পিঠ বেয়ে নামছে। লক্ষ করলে দেখা যাবে, সামনের একফালি আয়নার নীচে রাখা দুটি সাদা বোতল। একটায় শ্যাম্পু, আর একটায় কন্ডিশনার। সে দিকে চেয়ে অনাবৃত শরীরে ছবি পোস্ট করলেন ৫৩ বছর বয়সি অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ‘কিছু একটা আসছে’, তৈরি করলেন রহস্য।

Advertisement

কী হতে পারে, তা নিয়ে শুরু জল্পনা। দীর্ঘ চকচকে চুলের জন্য পরিচিত জেনিফার আসলে শ্যাম্পুর বিজ্ঞাপন দিচ্ছেন, এমনও মনে করলেন অনেকে। কেউ কেউ আবার প্রশংসায় পঞ্চমুখ। ‘ফ্রেন্ডস’ অভিনেত্রীকে তাঁর নতুন পদক্ষেপের জন্য স্বাগত জানালেন। কেউ লিখেছেন, ‘উত্তেজনা বোধ করছি!’ আর এক জন শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘উজ্জ্বল চুলের মতো, তুমিও এমনই ঝলমল করো।’

আরও পড়ুন:

যদিও বহু দিন কোনও পোস্ট করেননি। নেট দুনিয়ায় ৪ কোটি ১০ লক্ষ অনুরাগীকে হতাশ করেছিলেন জেনিফার। কিন্তু আবারও খেলা ঘুরিয়ে দিলেন অনাবৃত ছবির চালে। আসলে জেনিফারই সেই তারকা, যিনি সবচেয়ে কম সময়ে নেটদুনিয়ায় ১০ লক্ষ অনুসরণকারী জুটিয়েছিলেন।

গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারে জেনিফার জোর দিয়ে বলেছিলেন, ভার্চুয়াল মঞ্চগুলো যে বিনোদনের জগতে শক্তি সঞ্চার করে, তা তিনি বোঝেন।

Advertisement
আরও পড়ুন