Barack Obama

বারাক ওবামার পছন্দের তালিকায় প্রথম ভারতীয় ছবি! জানালেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট

অন্ধ্রপ্রদেশের কন্যার বানানো ছবি, যা কিনা একান্তই ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত তা-ই বারাক ওবামার পছন্দ তালিকার প্রথমে নাম তুলেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩
Image of Barack Obama

ওবামার পছন্দের তালিকায় একেবারে প্রথম নামটিই পায়েল কাপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইফ’। ছবি: সংগৃহীত।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শেষ হয়ে এল আরও একটা বছর। হাতে রয়েছে আর দিন দশেক। এরই মধ্যে সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে ফিরে দেখার পালা। বাদ পড়েননি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও। ২১ ডিসেম্বর নিজের এক্স হ্যান্ডলে ওবামা ভাগ করে নেন ২০২৪ সালে দেখা তাঁর সেরা কিছু ছবির নাম। আর সেখানেই উল্লেখ রয়েছে পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইফ’।

Advertisement

শুধু তাই নয়, ওবামার পছন্দের তালিকায় একেবারে প্রথম নামটিই পায়েল কাপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইফ’। এর পরে রয়েছে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’, ‘ডিউন: পার্ট টু’, ‘ডিডি’, ‘সুগারকেন’, ‘আ কমপ্লিট আননোন’। এক্স হ্যান্ডলে এই তালিকার উপরে লেখা রয়েছে, ‘২০২৪ সালে বারাক ওবামার পছন্দের ছবি’। ক্যাপশনে লেখা, “কয়েকটি ছবি যা এই বছর দেখে ফেলার পরামর্শ দেব”।

গত মে মাসে ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’ ছবির জন্য গ্রাঁ প্রি সম্মান পান ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া। প্রায় তিরিশ বছর পর কোনও ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রথম সারিতে মনোনয়ন পেয়েছিল এই বছর। কানের সর্বোচ্চ সম্মান পাম ডি’ওর অল্পের জন্য হাতছাড়া হলেও উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি পুরস্কার জিতেছেন পায়েল। অন্ধ্রপ্রদেশের কন্যার বানানো ছবি, যা কিনা একান্তই ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত তা-ই বারাক ওবামার পছন্দ তালিকার প্রথমে নাম তুলেছে। স্বাভাবিক ভাবেই নেটাগরিকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।

Advertisement
আরও পড়ুন