Khorkuto

হিসেব উল্টে ‘বাংলার সেরা’ মোদক পরিবার! গুনগুনকে চ্যালেঞ্জ ছুড়ল মিঠাই?

দর্শক, অনুরাগীরা নিশ্চিত ছিলেন, ষষ্ঠ সপ্তাহেও ‘বাংলার সেরা’ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ‘খড়কুটো’ ধারাবাহিককে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৬:০২
৫ বারের ‘স্লট লিডার’কে টপকে ‘সেরার সেরা’ মোদক পরিবার।

৫ বারের ‘স্লট লিডার’কে টপকে ‘সেরার সেরা’ মোদক পরিবার।

হিসেব উল্টে ‘বাংলার সেরা’ মোদক পরিবার! গুনগুনকে চ্যালেঞ্জ ছুড়ল মিঠাই?

ধারাবাহিকের রেটিং চার্টেও চেনা অঙ্ক বদলে গেল! দর্শক, অনুরাগীরা নিশ্চিত ছিলেন, ষষ্ঠ সপ্তাহেও ‘বাংলার সেরা’ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ‘খড়কুটো’ ধারাবাহিককে। সাপ্তাহিক রেজাল্ট বেরোতেই থমকেছেন তাঁরা। গুনগুনকে চ্যালেঞ্জ ছুঁড়েছে মিঠাই! ৫ বারের ‘স্লট লিডার’কে টপকে ‘সেরার সেরা’ মোদক পরিবার। ‘মিঠাই’ এবং ‘খড়কুটো’র সংগ্রহে যথাক্রমে ১০.২ এবং ৯.৬ পয়েন্ট।

এই সপ্তাহেও তৃতীয় এবং চতুর্থ স্থানে ‘কৃষ্ণকলি’ এবং ‘রাণী রাসমণি’। দু’টি ধারাবাহিক পেয়েছে ৯.৩, ৮.৭। ৮.৫ পেয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে যমুনা ঢাকি। ৬.৪ পয়েন্ট পেয়ে প্রথম দশ থেকে ছিটকে গিয়েছে ‘মোহর’।
এই সপ্তাহে স্টার জলসা পেয়েছে ৬৪৬। জি বাংলার সংগ্রহ ৬৩২।

Advertisement
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Advertisement
আরও পড়ুন