Farah khan

মদের নেশায় চোখ ঢুলছে, এড শিরানকে বাড়িতে ডেকে কী কাণ্ড ঘটালেন ফারহা?

সম্প্রতি ভারতে আসেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। তবে এক সময় ফারহার বাড়িতে উপস্থিত হলে তাঁকে চিনতেই পারেননি জনপ্রিয় নৃত্য পরিচালক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৭:৫৯
(বাঁ দিকে) এড শিরান (ডান দিকে) ফারহা খান।

(বাঁ দিকে) এড শিরান (ডান দিকে) ফারহা খান। ছবি: সংগৃহীত।

বলিউডে বরাবরই ‘কামাল’ করে এসেছেন নৃত্য পরিচালক ফারহা খান। তাঁর নাচের তালে পর্দায় ঝড় তুলেছেন তারকারা। নেচে উঠেছেন দর্শকও। পরিচালক হিসাবেও তাঁর জনপ্রিয়তা কম নয়। শাহরুখ খানের ঘনিষ্ঠদের মধ্যে ফারহা অন্যতম। ঠোঁটকাটা বলে দুর্নামও রয়েছে তাঁর। উনিশ থেকে বিশ হলেই বড় তারকাদেরও কথা শোনাতে ছাড়েন না ফারহা। কিন্তু এক বার ব্রিটিশ পপ তারকা এড শিরানকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েও চিনতে পারেননি ফারহা! কারণ তিনি নাকি তখন মদ্যপান করেছিলেন।

Advertisement

বলিউডের সঙ্গে এডের সখ্য বহু বছরের। সম্প্রতি মুম্বইয়ে কনসার্ট করতে আসেন এড। তাঁর সঙ্গে মঞ্চে একটি গানে যোগ দেন ভারতীয় সঙ্গীতশিল্পী অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। দেশে ফেরার আগে এড শাহরুখ খানের সঙ্গেও দেখা করেন। বাদশার বাড়িতে গিয়ে গানও শোনান। সেখানে ফারহাও ছিলেন। পরে এডের সঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন ফারহা।

তবে ফারহা যে কাণ্ড ঘটিয়েছিলেন সেটি কিন্তু চলতি বছরের নয়। ২০১৭ সালে প্রথম ভারতে কনসার্ট করতে আসেন এড। সে বার শিল্পীকে নিজের পাতৌদি প্যালেসে আমন্ত্রণ জানান করিনা কপূর ও সইফ আলি খান। বাড়িতে নিমন্ত্রণ করেন শাহরুখ খান। এডের জন্য নিজের বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন ফারহাও। তবে এড ফারহার বাড়িতে পৌঁছানোর আগেই অনুষ্ঠান শুরু করে দেন তাঁরা। এ দিকে যখন এড এসে পৌঁছন ফারহার বাড়িতে, তত ক্ষণে বেশ কিছুটা মদ্যপান করে ফেলেছেন তিনি। পার্টিতে ডিজে এডের গান বাজাতে শুরু করেন। কিন্তু গানগুলো মনে ধরেনি ফারহার। সটান ডিজের কাছে গিয়ে বলেন, ‘‘এ কেমন শ্রাদ্ধবাড়ির গান চালাচ্ছ! ভাল নাচের গান বাজাও।’’ ফারহা নিজেই স্বীকার করেন, ‘‘আসলে এড যত ক্ষণে এসে হাজির হন, তত ক্ষণে আমি বেশ খানিকটা মদ খেয়ে ফেলেছিলাম। তাই ঠিক বুঝতে পারিনি।’’ তবে বিষয়টি এডের নজরে এসেছিল কি না, তা নিয়ে কিন্তু ফারহা কোনও বাড়তি তথ্য দেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement