Noida

বিয়ে করতে চাননি প্রেমিক! রাগে দুই বন্ধুর সঙ্গে মিলে ২১ বছরের তরুণকে খুনের ছক প্রেমিকার

গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে। এখনও নয়ডার হাসপাতালে চিকিৎসাধীন ধীরজ নামে ২১ বছরের ওই তরুণ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৬:০৩
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাস ছয়েক আগে সমাজমাধ্যমে আলাপ। ক্রমে তা গড়ায় প্রেমে। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হননি প্রেমিক। সেই রাগেই প্রেমিককে খুনের ছক কষলেন তরুণী। সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে। ওই তরুণী ও তাঁর দুই সহযোগীকে খুঁজছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে। এখনও নয়ডার হাসপাতালে চিকিৎসাধীন ধীরজ নামে ২১ বছরের ওই তরুণ। রনিজা গ্রামের বাসিন্দা ওই তরুণ নয়ডার এক কলেজে স্নাতক স্তরে পাঠরত। ধীরজের বাবা জানাচ্ছেন, গত ২৪ ডিসেম্বর রাতে তাঁর ছেলেকে দেখা করার জন্য ডেকেছিলেন ওই তরুণী। এর পর তরুণী ওই যুবককে গাড়িতে তুলে তাঁকে ফলের রস খেতে দেন। অভিযোগ, পানীয়ে মাদক মেশানো ছিল। গাড়িতে তরুণীর দুই বন্ধুও ছিলেন। মাদকের প্রভাবে তরুণ আচ্ছন্ন হয়ে পড়লে তাঁরা তাঁকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করেন বলে অভিযোগ। এর পর রক্তাক্ত অবস্থায় ধীরজকে গাড়িতে ফেলে তিন জনেই এলাকা ছেড়ে চম্পট দেন। ওই তিন জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তরুণের বাবা।

তরুণকে গাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। তড়িঘড়ি ধীরজকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তরুণের বাবা জানিয়েছেন, কয়েক মাস আগে তাঁর ছেলের সঙ্গে ওই তরুণীর সমাজমাধ্যমে আলাপ হয়েছিল। আলাপ থেকে ক্রমে প্রেমের শুরু। সম্প্রতি প্রেমের টানে নয়ডায় চলে আসেন তরুণী। সেখানেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এখনও অভিযুক্ত তরুণীর খোঁজ মেলেনি। ফেরার তাঁর দুই সহযোগীও। তিন জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অভিযুক্তদের ধরতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন