Zee Bangla

এক্সক্লুসিভ: ‘সোনার সংসার’-এর ‘সেরা নায়িকা’ রানিমা, ‘সেরা মুখ’ রাধিকা

সব ছাপিয়ে চূড়ান্ত কৌতূহল, কারা, কোন বিভাগে বছরের শুরুতেই ‘সোনার সংসার’-এর সেরা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৯
কে, কোন সম্মানে সম্মানিত?

কে, কোন সম্মানে সম্মানিত?

‘অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গো’জ টু’... ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। তার আগেই আনন্দবাজার ডিজিটালের পাতায় ফাঁস জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’-এর পুরস্কারের তালিকা। সংসারে সেরা বৌ, বৌমা, দেওর, ননদ, ছেলে, মেয়েদের ভাগ করা অসম্ভব। এমন অসাধ্যও সাধন করেছেন চ্যানেল কর্তৃপক্ষ। যার ফলে হাড্ডাহাড্ডি লড়াই সব বিভাগে। সঙ্গে ভরপুর বিনোদনও থাকছে। রানিমা, নিখিল, শ্যামা, রাধিকা, কর্ণ, আলো, আকাশ, সমস্ত ধারাবাহিকের প্রায় সব চরিত্রই রাত জেগে মহড়া দিয়েছেন নাচের। কেউ মাধুরী দীক্ষিত, তো কেউ প্রিয়ঙ্কা চোপড়া! তারও ঝলক ভাইরাল নেট মাধ্যমে।

সব ছাপিয়ে চূড়ান্ত কৌতূহল, কারা, কোন বিভাগে বছরের শুরুতেই ‘সোনার সংসার’-এর সেরা? তালিকা অনুযায়ী, ‘সেরা ধারাবাহিক’ ‘রাণী রাসমণি’। ‘সেরা সংসার’-এর সম্মান ‘কৃষ্ণকলি’র। সেরা নায়ক কর্ণ, নিখিল। সেরা নায়িকা রানিমা, যমুনা। ‘সেরা বৌমা’ রাধিকা।

কে, কোন সম্মানে সম্মানিত? রইল তালিকা--

সেরা ধারাবাহিক- রাণী রাসমণি
সেরা সংসার- চৌধুরী পরিবার (কৃষ্ণকলি)
প্রিয় শ্বশুর- কেদার রায় (যমুনা ঢাকি)
প্রিয় শাশুড়ি- অনুরাধা রায় (যমুনা ঢাকি)
প্রিয় বাবা- গঙ্গা ঢাকি (যমুনা ঢাকি)
প্রিয় মা- লক্ষ্মী (ফিরকি)
প্রিয় বর- সঙ্গীত (যমুনা ঢাকি)
প্রিয় বৌ- রাধিকা (কী করে বলব তোমায়), আলো (আলোছায়া)
প্রিয় বৌমা- যমুনা (যমুনা ঢাকি), শ্যামা (কৃষ্ণকলি)
প্রিয় নায়ক- কর্ণ (কী করে বলব তোমায়), নিখিল (কৃষ্ণকলি)
সেরা নায়িকা- রানিমা, যমুনা (রাণী রাসমণি, যমুনা ঢাকি)
সেরা সহ অভিনেতা- গদাধর (রাণী রাসমণি)
সেরা সহ অভিনেত্রী- বিন্দুবাসিনী (যমুনা ঢাকি)
প্রিয় ননদ- গীত (যমুনা ঢাকি)
প্রিয় দেওর- ভূপাল (রাণী রাসমণি)
প্রিয় খলনায়ক- অশোক (কৃষ্ণকলি)
প্রিয় খলনায়িকা- পায়েল সেন (কী করে বলব তোমায়), রাধারানি (কৃষ্ণকলি)
সেরা জামাই- মথুর (রাণী রাসমণি)
সেরা ছেলে- নিখিল (কৃষ্ণকলি)
সেরা মেয়ে- কৃষ্ণা (কৃষ্ণকলি)
সেরা জুটি- কর্ণ-রাধিকা (কী করে বলব তোমায়), নিখিল-শ্যামা (কৃষ্ণকলি)

সেরা নতুন সদস্য- মিঠাই-সিড, ঝিলম-তূর্ণ, সংকল্প-প্রিয়ম, অপু-দীপু, পরি-অপূর্ব, ছোট্ট সারদা
জি ৫-এ সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক- করুণাময়ী রাণী রাসমণি
জি বাংলা ২০২১ ফেসবুক জনপ্রিয় মুখ- স্বস্তিকা দত্ত (রাধিকা, কী করে বলব তোমায়)

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement