Dilwale Dulhania Le Jayenge

রাজ-সিমরনে বুঁদ এই প্রজন্মও, প্রেম দিবসের সপ্তাহে কত উপার্জন ‘ডিডিএলজে’র?

২৮ বছর পরে প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেয়েছে বলিউডি প্রেমের অন্যতম জনপ্রিয় ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। প্রেম দিবসের সপ্তাহে কত উপার্জন করল শাহরুখ-কাজলের ছবি?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২১
even after 28 years of its initial release DDLJ collects more than 10 lacs after re-release in Valentine’s Day week

২৮ বছর পরেও দৌড়চ্ছে রাজ-সিমরন জুটি। ছবি: সংগৃহীত।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ। প্রেমের গন্ধে ম-ম চারদিক। সিনেপ্রেমীদের দেশে প্রেম দিবস উদ্‌যাপনের অন্যতম মাধ্যম সিনেমা। তাই চলতি বছরের প্রেম দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে ফিরছে একাধিক প্রেমের ছবি। যাদের মধ্যে অন্যতম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। গত শুক্রবার, ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে সপ্তাহান্তেই ১০ লক্ষ টাকার বেশি ব্যবসা করে ফেলেছে আদিত্য চোপড়ার ‘ডিডিএলজে’। ২৮ বছর পরেও শাহরুখ-কাজল জুটির আবেদন যে বিশেষ কমেনি, তার প্রমাণ মিলল বক্স অফিসের এই পরিসংখ্যানেই।

১৯৯৫-এর অক্টোবরে প্রথম মুক্তি। তার প্রায় ২৮ বছর পরে বড় পর্দায় ফিরল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। খবর, ১০ ফেব্রুয়ারি মুক্তির প্রথম দিনে আড়াই লক্ষ টাকার ব্যবসা করেছে ‘ডিডিএলজে’। ১১ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার, সেই ব্যবসা ৩০০% বেড়ে ১০ লক্ষ হয়ে দাঁড়ায়। ১২ ফেব্রুয়ারি রবিবার, আরও ১০ লক্ষ টাকার ব্যবসা করেছে শাহরুখ-কাজলের ছবি। সব মিলিয়ে সপ্তাহান্তে ছবির ব্যবসার পরিমাণ ২২.৫০ লক্ষ। ২৮ বছর পুরনো ছবির ব্যবসা হিসাবে যা এক প্রকার মাইলফলক বলা চলে।

Advertisement

যশরাজ ফিল্মস প্রযোজনায় আদিত্য চোপড়া পরিচালিত আদ্যোপান্ত প্রেমের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিতে মুখ্য দুই চরিত্রে ছিলেন শাহরুখ খান ও কাজল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমরিশ পুরি, অনুপম খের প্রমুখ। ছবিতে সহকারী পরিচালকের হিসাবে কাজ করেছিলেন কর্ণ জোহর। শুধু তাই নয়, ছবিতে শাহরুখের চরিত্রে রাজের প্রিয় বন্ধুর চরিত্রেও দেখা গিয়েছিল ধর্মা প্রোডাকশনসের কর্তাকে। বলিউডে ‘রোম্যান্টিক হিরো’ হিসাবে শাহরুখ খানকে বিশ্ব দরবারে জনপ্রিয় করে তুলেছিল ‘ডিডিএলজে’। সর্ষের খেতে ম্যান্ডোলিন হাতে তরুণ রাজের ক্যারিশ্মা আর সিমরনের সারল্যে মুগ্ধ হয়েছিলেন দর্শক। জেদি শ্বশুর হিসাবে সমালোচকের প্রশংসা কুড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা অমরিশ পুরি। এখনও মুম্বইয়ের মরাঠা মন্দিরে নিয়মিত প্রদর্শিত হয় ‘ডিডিএলজে’। এমনকি ‘পাঠান’ মুক্তির পরেও ‘ডিডিএলজে’র প্রদর্শন বন্ধ করেননি মরাঠা মন্দির কর্তৃপক্ষ। প্রেমের সপ্তাহে প্রেক্ষাগৃহে ফিরেই ছক্কা সেই ছবির।

Advertisement
আরও পড়ুন