Esha Gupta

Esha Gupta : নীল বিকিনিতে ঢাকা শরীর, সূর্যস্নানে ইশা, ৩৬-এও যেন ষোড়শী-কন্যে

উন্মুক্ত শরীর। মেদহীন দেহ আর পেশির খাঁজে উদ্বেল ভক্তহৃদয়। এষা গুপ্তার নতুন পোস্টে নেটমাধ্যমে ঝড়

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ২০:১৬
বিকিনি লুকে উষ্ণতা ছড়ালেন এষা

বিকিনি লুকে উষ্ণতা ছড়ালেন এষা

উন্মুক্ত শরীর। চারিদিকে বালি আর বালি। দূরে সমুদ্রের হাতছানি। আর এষা গুপ্ত...নীল বিকিনিতে সূর্যরশ্মিও যেন ফিকে তাঁর কাছে। তাঁর মেদহীন দেহ আর পেশির খাঁজে উদ্বেল ভক্তহৃদয়। নেটমাধ্যমে এ ভাবেই ধরা দিলেন অভিনেত্রী। সপ্তাহের শুরুতে পারদ অনেকটাই বাড়িয়ে দিলেন নায়িকা। যে ছবি নেটমাধ্যমে পোস্ট হতে না হতেই নিমেষে ভাইরাল। উন্মুক্ত বক্ষ বিভাজিকা, পায়ের উপর পা দিয়ে শুয়ে, মেদহীন চেহারার প্রতিটি খাঁজ স্পষ্ট। গা এলিয়ে দিব্যি আরাম করছেন নায়িকা। সমুদ্রের ধারে নিজের আরাম করার ছবি নিজেই নেটমাধ্যমে ভাগ করে নেন নায়িকা। ছবির নীচে লেখেন, ‘দেখছি দিবা স্বপ্ন।’

Advertisement

নায়িকাকে এই অবতারে দেখেই ভক্তদের মন্তব্যের বন্যা। একজনের মন্তব্য ‘লাস্যময়ী নারী’, অন্যজনের বক্তব্য ‘পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা।’কিছুদিন হল শুরু হয়েছে আশ্রম৩-এর স্ট্রিমিং। যে সিরিজে ববি দেওলের সঙ্গে এষার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম চর্চা হয়নি। ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাজ করার পরে অস্বস্তিকর বা সুখকর বলে আর কিছু হয় না। দর্শক মনে করেন ঘনিষ্ঠ দৃশ্য অস্বস্তিকর। হ্যাঁ, প্রথম যখন এমন দৃশ্যে অভিনয় করি, তখন নিশ্চয়ই তা কঠিন মনে হয়েছিল। কিন্তু অভিজ্ঞ, পরিণত কোনও অভিনেতার সঙ্গে এমন দৃশ্যে কাজ করলে কোনও সমস্যা হওয়ারই কথা নয়।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন