DOP-Guild Conflict

চিত্রগ্রাহক সংগঠনের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ! পদত্যাগ সভাপতির, প্রকৃত সত্য কী?

আনন্দবাজার ডট কমের সঙ্গে কথা বলেছেন ডিওপি গিল্ড-এর সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন প্রকৃত ঘটনা কী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৩:৩৫
Eica president Biswajit Banerjee resigns citing money laundering and economic mismanagement in EICA

আর্থিক তছরূপের অভিযোগ চিত্রগ্রাহক গিল্ড-এর সভাপতি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের। ছবি: সংগৃহীত।

ফেডারেশনের অন্তর্গত চিত্রগ্রাহক সংগঠন বা ডিওপি গিল্ড-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অভিযোগ জানালেন গিল্ড সভাপতি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, গিল্ড-এর সদস্যেরা নাকি টাকা নয়ছয় করছেন। তার প্রতিবাদ জানিয়ে, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন। সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল বিশ্বজিৎবাবুর সঙ্গে, তাঁর ফোন বন্ধ। বদলে কথা বলেছেন সংগঠনের কার্যকরী সম্পাদক স্বপন মজুমদার। তাঁর কথায়, "বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা সভাপতিকে ডেকে পাঠিয়েছি। আলোচনা ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।"

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে টলিপাড়ায় হুলস্থুল। ডিওপি গিল্ড সভাপতি বিশ্বজিতের লিখিত একটি চিঠি এ দিন প্রকাশ্যে আসে। সেই চিঠিতে লিখিত অভিযোগ, সংগঠনের স্বচ্ছতা তলানিতে। টাকা নয়ছয়ের পাশাপাশি আরও অভিযোগ গিল্ড-এর বিরুদ্ধে। যা থানাপুলিশ হয়ে আদালত পর্যন্ত পৌঁছেছে। সংগঠনের সাধারণ সদস্যদের আদালত থেকে ছাড়পত্র এনে সংগঠনের আলোচনাসভায় যোগ দিতে হচ্ছে। ৮৩ বছর বয়সে এসে বিশ্বজিৎবাবু এই অন্যায় মেনে নিতে পারছেন না। তাই প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করছেন।

এই অভিযোগ মানতে নারাজ কার্যকরী সম্পাদক স্বপন মজুমদার। তাঁর পাল্টা যুক্তি, ‘‘বিশ্বজিৎবাবু আমাদের জানিয়েছেন, তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করতে চান। এই ধরনের কোনও অভিযোগ জানাননি। একই সঙ্গে তিনি নিজে এসে এই চিঠি জমা দেননি।" তাঁর আরও দাবি, সভাপতি যে হেতু নিজে এই চিঠি দেননি, তাই তিনিই যে এই অভিযোগ জানিয়েছেন, প্রমাণিত নয়। বিশ্বজিৎবাবুর সই জাল করে অন্য কেউ এই চিঠি লিখেছেন— সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। তাই আলোচনার জন্য সভাপতিকে ডেকেছেন।

বিষয়টি কি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে জানানো হয়েছে? স্বপনের মতে, আলোচনা হোক, অভিযোগ প্রমাণিত হোক, তার পর সংগঠন সভাপতির দ্বারস্থ হবেন।

Advertisement
আরও পড়ুন