Dona Ganguly

দেশ ছেড়ে বিদেশ আবিররাঙা! কলকাতা থেকে একমুঠো বসন্ত ধার নিয়ে মার্কিন মুলুকে ছড়ালেন ডোনা

ভারতীয় সংস্কৃতি বিলিতি পরিবেশে। ডোনা গঙ্গোপাধ্যায় নাচের মাধ্যমে সনাতনী রীতিনীতির সঙ্গে আরও একবার পরিচয় ঘটালেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৯:১৮
‘দীক্ষামঞ্জরী’র শিক্ষার্থীদের নিয়ে বসন্ত উৎসবে ডোনা গঙ্গোপাধ্যায়।

‘দীক্ষামঞ্জরী’র শিক্ষার্থীদের নিয়ে বসন্ত উৎসবে ডোনা গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

‘রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এ বার যাবার আগে...’ দোলযাত্রা ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাবনা সর্বজনীন। সেই ভাবনা ছায়া ফেলল সম্প্রতি এ দেশ ছেড়ে বিদেশের মাটিতেও। সৌজন্যে ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর নাচের প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরী। ডোনা তাঁর শিক্ষার্থীদের নিয়ে দোলযাত্রার দিন প্রতি বছরের মতো এ বছরেও নাচের বিশেষ অনুষ্ঠান করেছিলেন কলকাতা জাদুঘরে। এ বার সেই অনুষ্ঠান পালিত হল বিদেশের মাটিতে, লন্ডনে।

Advertisement

লন্ডনের হাই কমিশনের ইন্ডিয়ার নেহরু সেন্টারে পালিত হল এই উৎসব। বিদেশ থেকে অনলাইনে যে সব ছাত্র-ছাত্রীরা ডোনার কাছে নাচ শেখেন, যাঁরা নাচ শিখতে চান, তাঁরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি নৃত্য পরিবেশন করা হয় বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবির দোলের গানে, ছিল রবীন্দ্রসঙ্গীতও। ‘বসন্ত পল্লবী’, ‘ঢোল বাজে’, ‘এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘দেশ রঙ্গিলা’, ‘ওরে গৃহবাসী’— এই সমস্ত গানেই ঋতুরাজ বসন্তের আবাহন। এক সময় ডোনা কলকাতার বাড়িতে দারুণ ভাবে উদ্‌যাপন করতেন বসন্ত উৎসব।

তাঁর কথায়, “লন্ডনে আমার অনেক ছাত্রছাত্রী। কলকাতায় যখন থাকি তখন অনলাইনে ক্লাস করেন তাঁরা। অনেক প্রাক্তনী রয়েছেন, যাঁরা হয়তো এখানেই থাকেন, তাঁরাও যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। উদ্‌যাপনের এখানেই সার্থকতা।”

Advertisement
আরও পড়ুন