End Of Mega Amar Shongi

এখন ধারাবাহিক ২ মাসে শেষ! ‘অমর সঙ্গী’ তবু ৯ মাস চলল, মেগা শেষ হতেই বললেন শ্যামৌপ্তি

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিকের যাত্রা শেষ। ধারাবাহিক ‘গুড্ডি’র জনপ্রিয়তা কি এই মেগা নায়িকাকে দিতে পারল?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ২০:৪৯
শ্যামৌপ্তি মুদলি

শ্যামৌপ্তি মুদলি ছবি: ফেসবুক।

সোমবারেও স্টুডিয়ো যাওয়া ছিল। রূপটান নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছেন। মঙ্গলবারের সকাল অন্য রকম। ধারাবাহিক ‘অমর সঙ্গী’র শুটিং শেষ। সকাল সকাল উঠে সেটে যাওয়ার তাড়া নেই নায়িকা শ্যামৌপ্তি মুদলির। অস্বস্তি, মনখারাপ, শূন্যতা একটু হলেও গ্রাস করেছে তাঁকে। সম্ভবত তাই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন শেষ দিনের শুটিংয়ের কিছু মুহূর্তে। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে ভালবাসা দেওয়ার জন্য।

Advertisement

রাতারাতি রুটিন বদলে যেতে সেই ফাঁক কী দিয়ে ভরাট করছেন অভিনেত্রী? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।

অভিনেত্রী বাড়ি বসে নেই। তাঁর ফোনে যানবাহন চলাচলের আওয়াজ! শ্যামৌপ্তি বললেন, “একটা বছর নিজেকে সময় দিতে পারিনি। বিশ্রাম নিতে পারিনি। নিজের অনেক কাজ জমা ছিল। সকাল থেকে সে সব নিয়েই ব্যস্ত। বাড়িতে থাকার সময় পাইনি।” এ-ও জানিয়েছেন, অভিনেতাদের ছুটি কাম্য নয়। কিন্তু দিনের পর দিন একই চরিত্রকে জীবন্ত করতে গিয়ে সামান্য হলেও ক্লান্তি তৈরি হয়। তখন নিজের যত্ন নেওয়ার দরকার পড়ে। সেই যত্নটাই নেবেন তিনি।

শুটিং শেষ হলেও ধারাবাহিকের সম্প্রচার এখনই শেষ নয়। শেষ দিনের শুটিংয়ে নিশ্চয়ই কান্নাকাটি হয়েছে। সাধারণত সব ধারাবাহিকেই যা হয়ে থাকে...। প্রসঙ্গ উঠতেই শ্যামৌপ্তি জানালেন, তিনি শেষ পর্যন্ত থাকতে পারেননি। তাঁর অংশ শেষ হতেই স্টুডিয়ো থেকে বেরিয়ে যান। তবে মনখারাপ যে সকলের ছিল, সেটা টের পেয়েছেন। পরের দিন সকাল থেকে তাঁর বড় বেশি করে মনে পড়েছে অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়ের কথা। একসঙ্গে কাজের দৌলতে যাঁর সঙ্গে সখ্য তৈরি হয়েছিল। এই ধারাবাহিক ঘিরে দর্শকমনে অনেক আশা ছিল। এক, জনপ্রিয় ছবির নামে নাম। দুই, প্রযোজক প্রসেনজিৎ। মাত্র নয় মাসে সেই যাত্রায় ইতি। দর্শকদের মতো হতাশ অভিনেত্রীও?

তিনি যে হতাশ নন সে কথা স্পষ্ট তাঁর বক্তব্যে। ধারাবাহিকের নায়িকা স্পষ্ট বলেছেন, “ইদানীং অনেক ধারাবাহিকের আয়ু মাত্র দু’মাস। আমাদের ধারাবাহিক তবু তো ন’মাস চলেছে। আমি এতেই খুশি।” নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে বেশি আশা করেন না বলেই অপ্রাপ্তি তাঁকে ঘিরে ধরে না, দাবি তাঁর। কিন্তু আগের ধারাবাহিক ‘গুড্ডি’ তাঁকে যে জনপ্রিয়তা দিয়েছিল, এই ধারাবাহিক কি সেটা দিতে পারল? এ ক্ষেত্রেও ইতিবাচক শ্যামৌপ্তি। অল্প হেসে উত্তর দিয়েছেন, “আগের ধারাবাহিকের অভিজ্ঞতা সদ্য শেষ হওয়া ধারাবাহিকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এই ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা আগামী কাজে ছড়িয়ে দেব।”

এ ভাবেই এগিয়ে যাবেন সামনের দিকে। পিছু ফিরে দেখতে একেবারেই ভালবাসেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন