অমিতাভের মাথায় চপেটাঘাত করেন কোন অভিনেতা। ছবি: সংগৃহীত।
তিনি বলিউডের শাহেনশাহ। তাঁকে এক ঝলক দেখার জন্য দেশ-বিদেশ থেকে ছুটে আসেন অনুরাগীরা। ভিড় জমান তাঁর বাড়ির সামনে। তাঁকে স্পর্শ করার কথা কেউ কল্পনাও করতে পারে না। সেই অমিতাভ বচ্চনের গায়ে নাকি হাত তুলেছিলেন এই প্রজন্মের এক অভিনেতা। ‘লায়লা মজনু’ খ্যাত অভিনেতা অবিনাশ তিওয়ারি নিজেই জানিয়েছেন এই কাণ্ডের কথা।
ছোট পর্দার সিরিজ় ‘যুদ্ধ’-এর শুটিং চলছিল সেই সময়। অমিতাভ বচ্চনের সঙ্গে একটি লড়াইয়ের দৃশ্যে অভিনয় করছিলেন অবিনাশ। তখনই অজান্তেই বর্ষীয়ান অভিনেতার গায়ে হাত তুলে ফেলেন অভিনেতা। তাঁর কথায়, “অমিতাভ বচ্চনের সঙ্গে ওটাই আমার প্রথম সাক্ষাৎ। একটি লড়াইয়ের দৃশ্যে অভিনয় করার ছিল আমাদের। এর আগে এমন লড়াইয়ের দৃশ্যে আমি কখনও অভিনয় করিনি।” তিনি আরও যোগ করলেন, “অমিতজি আমাকে একটা ঘুষি মারতে আসবেন। কিন্তু আমি এড়িয়ে গিয়ে পাল্টা ঘুষি মারব। এমনই ছিল সেই দৃশ্য। কিন্তু ভুল করে আমি ওঁর মাথায় ঘুষি মেরে দিই। কী যে অস্বস্তি হয়েছিল, বলে বোঝাতে পারব না। এখনও মনে পড়লে অস্বস্তি হয়।”
অমিতাভ বচ্চনের মাথায় আঘাত করার পরে শুটিং সেটের সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। অবিনাশ বলেছেন, “এই ধরনের অপ্রস্তুতির মধ্যে আমাকে পড়তে হল। নিজের ভাগ্যকে মেনে নিয়েছি আমি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলাম। সেখান থেকে হঠাৎ এক দিন সিদ্ধান্ত নিলাম, অভিনয় করতে চাই। কিন্তু কী ভাবে এই জগতে আসতে হয়, কোনও ধারণাই ছিল না।”
উল্লেখ্য, অমিতাভ বচ্চনের বয়স এখন ৮২। কিন্তু এখনও লড়াইয়ের দৃশ্যে অভিনয় চালিয়ে যাচ্ছেন জোরকদমে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছে। এই ছবি জুড়ে নজর কেড়েছিল শাহেনশার লড়াইয়ের দৃশ্য।