Tollywood

Iskaboner Bibi: অরুণিমার সঙ্গে অরিন্দমের হাত ধরে বড় পর্দায় তৃণা! ‘ইস্কাবনের বিবি’র গোলাম কারা?

ব্যোমকেশের আগেই শুরু হবে 'ইস্কাবনের বিবি'-র কাজ।কলকাতা ছাড়াও দক্ষিণ বঙ্গে এই ছবির শ্যুট হবে। ছবিতে সঙ্গীতের দায়িত্বে বিক্রম ঘোষ। ক্যামেরায় মধুরা পালিত। সোহিনী বসু পোশাকের দায়িত্বে থাকছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ০০:০১
তৃণা, অরিন্দম ও অরুণিমা

তৃণা, অরিন্দম ও অরুণিমা

ইস্কাবনের বিবিরা এ বার পরিচালক অরিন্দম শীলের রহস্য জালে। এক নাম করা হাসপাতালে ঘটে চলেছে একের পর এক দুর্নীতির ঘটনা। সেই জালিয়াতির জালে জড়িয়ে পড়লেন অরুণিমা ঘোষ, তৃণা সাহা। নিজেদের বাঁচাতে গিয়ে তাঁরাই অপরাধী হয়ে উঠলেন। উভয়েই ঠিক করেন, এই দুর্নীতির আড়ালে লুকিয়ে থাকা চক্রের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবেন তাঁরা। শুরু হয় লড়াই। ছবিতে একের পর এক ঘটনা ঘটে যাবে দৃশ্যের পরতে পরতে।

আনন্দবাজার অনলাইনকে পরিচালক বললেন, "পরিবারের গল্প বা গোয়েন্দার বাইরে এসে নানা মোড়কে থ্রিলারধর্মী ছবি করার চেষ্টা করছি। যেমন, 'খেলা যখন'। এ বার সেই কথা মাথায় রেখে 'ইস্কাবনের বিবি'। পীযূষ ঝাঁ-র গল্প অবলম্বনে এই ছবির শ্যুট হবে এপ্রিলে।"

Advertisement

'গার্লস অব মুম্বইস্থান', পীযূষ সাহ-র এই বইয়ের 'সিম্পল গার্ল' গল্পকে বেছে নিয়েছেন অরিন্দম।

ব্যোমকেশের আগেই শুরু হবে 'ইস্কাবনের বিবি'-র কাজ।কলকাতা ছাড়াও দক্ষিণ বঙ্গে এই ছবির শ্যুট হবে। ছবিতে সঙ্গীতের দায়িত্বে বিক্রম ঘোষ। ক্যামেরায় মধুরা পালিত। সোহিনী বসু পোশাকের দায়িত্বে থাকছেন।

ইস্কাবনের গোলাম কে হবেন? অল্প হেসে অরিন্দম জানালেন, আপাতত এই ছবি পরিচালনার নিরিখে তিনিই 'ইস্কাবনের গোলাম', সকলের গোলাম। তবে তিনি দুই বিশেষ গোলামের খোঁজ করছেন। তাঁদের দেখা যদিও এখনও মেলেনি।

এই ছবির মাধ্যমে তৃণা সাহা প্রথম বড় পর্দায় আসছেন। ক্যামেলিয়া প্রোডাকশনের এই ছবিতে অরুণিমা এবং তৃণা ছাড়াও আছেন অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু, পৌলমী দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement